
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ কি বড় চমক থাকছে? জোড়া চমক হতেই পারে। একটা রাজস্থান রয়্যালস শিবিরে, অন্যটা লখনউ সুপার জায়ান্টস। আইপিএলে আজ ঘরের মাঠে নামছে রাজস্থান রয়্যালস। এ মরসুমে এখনও অবধি ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। প্রথম দুটি হোম ম্যাচ তারা খেলেছিল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। আসল হোম জয়পুরে প্রথম ম্যাচে আরসিবির কাছে হার। আজ জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কার্যত জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে। সবচেয়ে হতাশার, ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। তাঁকে ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে পাওয়া যাবে কি না, পুরোপুরি নিশ্চিত নয়। সঞ্জু না খেললে নেতৃত্বে দেখা যেতে পারে রিয়ান পরাগকে। তবে চমক থাকতে পারে ওপেনিংয়ে। আইপিএলের মেগা অকশনে ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে ১.১০ কোটি টাকায় নিয়েছিল রাজস্থান। তাঁর বয়স অবশ্য ১৪ পেরিয়েছে। টিমের সঙ্গে দীর্ঘদিন অনুশীলনও করছেন। সঞ্জুকে না পাওয়া গেলে আইপিএলে অভিষেকের ক্ষীণ সম্ভাবনা রয়েছে বৈভবের। আবার যশস্বীর সঙ্গে তুলনামূলক শুভম দুবেকেও ওপেন করতে দেখা যেতে পারে।
লখনউ সুপার জায়ান্টস মরসুমের শুরু থেকেই চিন্তায় ছিল পেস বোলিং আক্রমণ নিয়ে। চার পেসার ছিলেন চোটের তালিকায়। মহসিন খান পুরোপুরি ছিটকে যান। তাঁর পরিবর্তেই নেওয়া হয়েছিল শার্দূল ঠাকুরকে। আবেশ খান এবং আকাশ দীপ ফিট হয়ে ফিরেছেন, খেলছেনও। অপেক্ষা ছিল রাজধানী এক্সপ্রেস মায়াঙ্ক যাদবকে নিয়ে। সদ্য ফিট হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এই ম্যাচে প্রত্যাবর্তন হতে পারে। তেমনই রাজস্থান রয়্যালস পেস আক্রমণেও বদল হতে পারে। তুষার দেশপান্ডের জায়গায় খেলানো হতে পারে যুধবীর সিংকে।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দ্বাদশ: যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন/বৈভব সূর্যবংশী/শুভম দুবে, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, সন্দীপ শর্মা, তুষার দেশপান্ডে/আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দ্বাদশ: এইডেন মার্কব়্যাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দূল ঠাকুর, আবেশ খান, মায়াঙ্ক যাদব, দিগ্বেশ রাঠি, রবি বিষ্ণোই