SRH vs GT Playing XI IPL 2025: সিরাজ বনাম হেড! কামিন্সদের সামনে বিধ্বংসী টাইটান্স; কী হতে পারে কম্বিনেশন

Apr 06, 2025 | 1:35 AM

SRH vs GT Preview: ঘরের মাঠে প্রথম ম্যাচে ২৮৬-র বড় স্কোর গড়ে জিতেছিল। এরপর অবশ্য হতাশা। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের কাছে দুরমুশ হয়েছে সানরাইজার্স। কম্বিনেশন বদল হতে পারে, তবে সেটা ব্যাটিংয়ে হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

SRH vs GT Playing XI IPL 2025: সিরাজ বনাম হেড! কামিন্সদের সামনে বিধ্বংসী টাইটান্স; কী হতে পারে কম্বিনেশন
Image Credit source: PTI

Follow Us

ঘরের মাঠে জয় দিয়ে অভিযান শুরু। এরপর হারের হ্যাটট্রিক। সানরাইজার্সের ব্যাটিং স্টাইল কি বদলানো উচিত? প্রশ্ন উঠলেও, উত্তরে বলা যায়, ‘না’। গত মরসুমে এই স্টাইলেই ফাইনালে উঠেছিল তারা। এ বারও ঘরের মাঠে প্রথম ম্যাচে ২৮৬-র বড় স্কোর গড়ে জিতেছিল। এরপর অবশ্য হতাশা। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের কাছে দুরমুশ হয়েছে সানরাইজার্স। কম্বিনেশন বদল হতে পারে, তবে সেটা ব্যাটিংয়ে হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

সানরাইজার্স মূলত টপ অর্ডার নির্ভরশীল। ট্রাভিস হেড-অভিষেক শর্মা, ঈশান কিষাণ। টপ থ্রি ব্য়র্থ হলেই প্রবল চাপে পড়েছে সানরাইজার্স। মিডল অর্ডারে যতই হেনরিখ ক্লাসেন, নীতীশ রেড্ডি কিংবা তরুণ অনিকেত ভার্মা থাকুক, টপ অর্ডার ব্যর্থ হলে আবারও চাপ পড়তে বাধ্য। তবে ঘরের মাঠে ব্যাটিং সহায়ক পিচে ঘুরে দাঁড়ানোতেই নজর। হায়দরাবাদের বোলিং বিভাবে বদল হতে পারে। সিমরজিৎ সিং ধারাবাহিকতা দেখাতে পারেননি। সবচেয়ে চিন্তার বিষয় তাঁর ইকোনমি খুবই বেশি। পরিবর্তে অভিজ্ঞ বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাটকে আনা হতে পারে। বোলিংয়ে বৈচিত্রও বাড়বে।

গুজরাট টাইটান্স দুর্দান্ত ছন্দে। বিশেষ করে গত ম্যাচে আরসিবিকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে এসেছে। তাও আবার কাগিসো রাবাডার মতো পেসারকে ছাড়াই। টাইটান্স বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করছেন মহম্মদ সিরাজ। হায়দরাবাদ তাঁর হোম গ্রাউন্ড। দু-দলের ম্যাচ হলেও এই ম্যাচে ট্রাভিস হেড বনাম সিরাজের ব্যক্তিগত দ্বৈরথও দেখা যাবে। জাতীয় দল হোক বা আইপিএলের মঞ্চ, ট্রাভিস হেডের উইকেটই যে সিরাজের প্রথম টার্গেট হয়, এ আর বলার অপেক্ষা রাখে না।

সম্ভাবনা ক্ষীণ হলেও টাইটান্সে একটা বদল দেখা যেতে পারে। বাঁ হাতি পেসার আর্শাদ খানের পরিবর্তে বিশ্ব ক্রিকেটে সম্প্রতি ঝড় তোলা গ্লেন ফিলিপসের অভিষেক হতে পারে। যদিও আরসিবির বিরুদ্ধে রাবাডা না থাকলেও তিন বিদেশিতেই কম্বিনেশন সাজিয়েছিল টাইটান্স। কিন্তু হায়দরাবাদের মতো ব্যাটিং নির্ভর টিমের বিরুদ্ধে গ্লেন ফিলিপসের মতো স্পিন বোলিং অলরাউন্ডার এবং বিধ্বংসী ব্যাটারকে সুযোগ দেওয়া হতেই পারে।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দ্বাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ রেড্ডি, কামিন্দু মেন্ডিস, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট/সিমরজিৎ সিং, মহম্মদ সামি, জিশান আনসারি

গুজরাট টাইটান্সের সম্ভাব্য দ্বাদশ: সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, গ্লেন ফিলিপস/আর্শাদ খান, রশিদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, ইশান্ত শর্মা