Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SRH vs PBKS Playing XI IPL 2025: পিছু হটছে সানরাইজার্স! পঞ্জাবের বিরুদ্ধে বড় ‘বদলের’ পথে

SRH vs PBKS Preview: ট্রাভিস হেড এমন ব্যাটিং করেছিলেন যে সমস্য়াই হয়নি। এ মরসুমের প্রথম ম্যাচেও এমনটা দেখা গিয়েছে। টপ অর্ডারের ফর্ম পড়তেই পরপর হার। আজ ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে সানরাইজার্স। বড়রকমের বদলের ইঙ্গিতও।

SRH vs PBKS Playing XI IPL 2025: পিছু হটছে সানরাইজার্স! পঞ্জাবের বিরুদ্ধে বড় 'বদলের' পথে
Image Credit source: X
Follow Us:
| Updated on: Apr 12, 2025 | 3:15 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং লাইন আপ! এমনটাই মনে করা হয়। গত মরসুমের সানরাইজার্সের ব্যাটিং তাণ্ডব দেখেছে সকলেই। শেষ অবধি রানার্স হয়েছিল। কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে তাদের একটা বড় সমস্যা ছিল। গত মরসুমে যা বেশির ভাগ ম্যাচেই নজরে আসেনি। টপ অর্ডার, বিশেষ করে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড এমন ব্যাটিং করেছিলেন যে সমস্য়াই হয়নি। এ মরসুমের প্রথম ম্যাচেও এমনটা দেখা গিয়েছে। টপ অর্ডারের ফর্ম পড়তেই পরপর হার। আজ ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে সানরাইজার্স। বড়রকমের বদলের ইঙ্গিতও।

টানা হারে প্রবল সমালোচনার মুখে সানরাইজার্স। তাদের খেলার স্টাইল কি বদলানো উচিত? এই নিয়ে নানা মত। এতদিন অবশ্য সানরাইজার্স শিবির বারবার বলে এসেছে, খেলার ধরনে কোনও বদল হবে না। কিন্তু পরপর হেরে কিছুটা ‘নমনীয়’ সানরাইজার্স। ব্যাটিং স্টাইল বদলের কথা সরাসরি না বললেও পরিস্থিতিকে ‘সম্মান’ দেওয়া উচিত বলে মনে করেন হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরি।

হায়দরাবাদের মাঠে গত ম্যাচে দেখা গিয়েছে পিচ কিছুটা হলেও মন্থর। সে কারণে কম্বিনেশনেও বদলের সম্ভাবনা। পেসার সিমরজিৎ সিংয়ের পরিবর্তে অভিজ্ঞ লেগ স্পিনার রাহুল চাহারকে সুযোগ দেওয়া হতে পারে। পঞ্জাব কিংসের ক্ষেত্রে কম্বিনেশনে বদলের সম্ভাবনা নেই বললেই চলে। গত ম্যাচে ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে মিডল অর্ডারে বিপর্যয় হলেও চিন্তিত নয় পঞ্জাব শিবির। কী হতে পারে দু-দলের কম্বিনেশন?

সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য দ্বাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস, প্যাট কামিন্স, জিশান আনসারি, জয়দেব উনাদকাট/হর্ষল প্যাটেল, মহম্মদ সামি, সিমরজিৎ সিং/রাহুল চাহার।

পঞ্জাব কিংসের সম্ভাব্য দ্বাদশ: প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জানসেন, অর্শদীপ সিং, লকি ফার্গুসন, যুজবেন্দ্র চাহাল, যশ ঠাকুর।