কলকাতা: ভারতীয় ক্রিকেটের মহাযজ্ঞ আইপিএল শুরু হচ্ছে আজ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ইডেন গার্ডেন্সে। মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উইকএন্ড এ বার হবে জমজমাট। কারণ আগামিকাল থাকছে আইপিএলে (IPL) ডাবল বিনোদন। রবিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত বারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও আইপিএলের প্রথম বারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এই ম্যাচে রাজস্থানের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন নেতৃত্ব দেবেন না। তাঁর পরিবর্তে এই ম্যাচে পিঙ্ক আর্মির ব্যাটন সামলাবেন রিয়ান পরাগ। TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন আইপিএলে অরেঞ্জ আর্মি ও পিঙ্ক আর্মির ম্যাচ।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি কবে হবে?
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি (২৩ মার্চ) আগামিকাল, রবিবার হবে।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি কোথায় হবে?
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে ৩০ মিনিটে। ম্যাচের আগে ৩টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।