কলকাতা নাইট রাইডার্সের মেন্টর এ বার ডোয়েন ব্র্যাভো। যাঁকে ক্রিকেট বিশ্ব চেনে ডিজে ব্র্যাভো নামেও। তাঁর চ্যাম্পিয়ন গান সাড়া ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। এখনও এই গানের জনপ্রিয়তা কমেনি। বরং অনেকের সেলিব্রেশনের অংশ। ডিজে ব্র্যাভো কি বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানার জন্য এই গান গাইবেন একটু হলেও? কেকেআরের টিম মেম্বাররাও কি গার্ড অব অনার দেবেন দুই চ্যাম্পিয়নকে? সবটা হতেই পারে। যদি আবহাওয়া সঙ্গ দেয় তা হলে হয়তো ইডেন গার্ডেন্সে আজ এমন দৃশ্য দেখা যেতেই পারে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আর সেই টিমের গুরুত্বপূর্ণ দুই সদস্য বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। গত আইপিএল অতীত। নতুন মরসুমের প্রস্তুতি চলছে জোরকদমে। অপেক্ষা ছিল দুই চ্যাম্পিয়ন নাইটের। তাঁরাও পৌঁছে গিয়েছেন গত রাতেই। তাঁরা শুধুই কেকেআরের চ্যাম্পিয়ন নন, দেশকেও চ্যাম্পিয়ন করে এসেছেন।
সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। শেষ মুহূর্তে ভারতের ওয়ান ডে স্কোয়াডে এন্ট্রি হয়েছে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর। আর জসপ্রীত বুমরা চোটে ছিটকে যাওয়ায় ফাইনাল স্কোয়াডে সুযোগ হয় হর্ষিত রানার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে ভারতের একাদশে ছিলেন পেসার হর্ষিত। পরপর বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল। গ্রুপের শেষ ম্যাচে তাই হর্ষিতের পরিবর্তে স্পেশালিস্ট স্পিনার বরুণকে একাদশে আনা হয়।
গৌতম গম্ভীর-রোহিত শর্মাদের এই সিদ্ধান্ত মাস্টারস্ট্রোক হয়ে দাঁড়ায়। গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে রহস্য হয়ে দাঁড়ান বরুণ। শুধু সেই ম্যাচই কেন, সেমিফাইনাল এবং ফাইনালেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বরুণ। তিন ম্যাচে ৯ উইকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অন্যতম প্রাপ্তি বরুণ চক্রবর্তীই। এতদিন শুধু টি-টোয়েন্টিতেই খেলানো হচ্ছিল তাঁকে। চ্য়াম্পিয়ন্স ট্রফির আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে প্রথম ব্রেক থ্রু। বাকিটা স্বপ্নের মতো।
শনিবার শুরু আইপিএলের নতুন সংস্করণ। ১৮তম সংস্করণে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এত দিন কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য লড়াই করেছেন বিরাট কোহলির সঙ্গে। এ বার শুরুতেই বরুণ-হর্ষিতের প্রতিপক্ষ সেই বিরাট কোহলি। আজ ইডেনে সন্ধ্যায় প্র্যাক্টিস রয়েছে নাইটদের। বরুণ-হর্ষিতেরও প্রস্তুতি শুরুর কথা। গত কাল বৃষ্টির কারণে কেকেআরের দ্বিতীয় প্র্যাক্টিস ম্যাচ মাঝপথেই ভেস্তে যায়। আজ সকলের প্রার্থনা, বৃষ্টি যেন প্র্যাক্টিসে বাধা হয়ে না দাঁড়ায়।