AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025 Breaking: আইপিএলের পরিবর্তিত সূচি ঘোষণা বোর্ডের, ৩ জুন ফাইনাল

IPL 2025 Updated Schedule: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর বোর্ডের তরফে ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেওয়া হয় মঙ্গলবারের মধ্যে প্লেয়ারদের একত্রিত করতে। সরকারের সিগন্যালের অপেক্ষায় ছিল বোর্ড। এ দিন বাকি ম্যাচের সূচিও ঘোষণা করে দিল।

IPL 2025 Breaking: আইপিএলের পরিবর্তিত সূচি ঘোষণা বোর্ডের, ৩ জুন ফাইনাল
Image Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2025 | 11:24 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফিরছে ১৭ মে। ভারতীয় বোর্ডের তরফে ঘোষণা করা হল নতুন সূচি। অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা। দেশের নিরাপত্তার কারণে বেশ কিছু বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ধরমশালা এবং চণ্ডীগড় বিমানবন্দরও। ধরমশালায় পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মাঝেই ব্ল্যাকআউট হয় সেই এলাকায়। পঞ্জাব ইনিংসের একাদশতম ওভারে ম্যাচ স্থগিত করা হয়। তড়িঘড়ি মিটিংয়ের পর এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর বোর্ডের তরফে ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেওয়া হয় মঙ্গলবারের মধ্যে প্লেয়ারদের একত্রিত করতে। সরকারের সিগন্যালের অপেক্ষায় ছিল বোর্ড। এ দিন বাকি ম্যাচের সূচিও ঘোষণা করে দিল।

সাধারণত ম্যাচ বৃষ্টি বা কোনও কারণে ভেস্তে গেলে তা পরিত্যক্ত ঘোষণা করা হলে পয়েন্ট ভাগাভাগি হয়। যদিও ধরমশালায় অন্য পরিস্থিতির কারণে ম্যাচ ভেস্তে গিয়েছিল। সেই ম্যাচটি পরিত্যক্ত গণ্য করা হয়নি। সেই ম্যাচটি হবে ২৪ মে। পঞ্জাব-দিল্লি ম্যাচটি হবে জয়পুরে। আইপিএলের বাকি ম্যাচগুলো হবে মোট ছ’টি ভেনুতে। অর্থাৎ গ্রুপ পর্বের বাকি ১৩ ম্যাচের সূচি ও ভেনু প্রকাশ্যে। তবে প্লে-অফের তারিখ ঠিক হলেও ভেনু ঠিক হয়নি।

আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে ফিরছে আইপিএলের বাকি অংশ। গ্রুপের ম্যাচ চলবে ২৭ মে অবধি। ২৯ মে প্রথম কোয়ালিফায়ার, ৩০ মে এলিমিনেটর ম্যাচ। ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ৩ জুন ফাইনাল।

রইল লিগ পর্বের বাকি ম্যাচের সূচি

  1. ১৭ মে, সন্ধ্যা ৭.৩০টা -রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স, বেঙ্গালুরু
  2. ১৮ মে, বিকেল ৩.৩০টা- রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস, জয়পুর
  3. ১৮ মে, সন্ধ্যা ৭.৩০টা – দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স, দিল্লি
  4. ১৯ মে, সন্ধ্যা ৭.৩০টা- লখনউ সুপার জায়ান্সট বনাম সানরাইজার্স হায়দরাবাদ, লখনউ
  5. ২০ মে, সন্ধ্যা ৭.৩০টা- চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস, দিল্লি
  6. ২১ মে, সন্ধ্যা ৭.৩০টা -মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস, মুম্বই
  7. ২২ মে, সন্ধ্যা ৭.৩০টা- গুজরাট টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস, আমেদাবাদ
  8. ২৩ মে, সন্ধ্যা ৭.৩০টা- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ, বেঙ্গালুরু
  9. ২৪ মে, সন্ধ্যা ৭.৩০টা- পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস, জয়পুর
  10. ২৫ মে, বিকেল ৩.৩০টা-গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস, আমেদাবাদ
  11. ২৫ মে, সন্ধ্যা ৭.৩০টা-সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স, দিল্লি
  12. ২৬ মে, সন্ধ্যা ৭.৩০টা- পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, জয়পুর
  13. ২৭ মে, সন্ধ্যা ৭.৩০টা-লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, লখনউ