Vaibhav Suryavanshi: বিশ্বের ৫৮ ব্যাটারের মধ্যে প্রথম! বৈভব সূর্যবংশী যা করেছেন…
IPL 2025, Vaibhav Suryavanshi: আইপিএলের অন্যতম আকর্ষণ ছিলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম প্লেয়ার, কনিষ্ঠতম সেঞ্চুরিয়ন। ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরি। এমন এক রেকর্ডও গড়েছেন যা তাঁকে শীর্ষে রেখেছে! কী সেই রেকর্ড?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফ পর্ব শুরু হচ্ছে কাল থেকে। যদিও বৈভব সূর্যবংশীর ব্যাটিং এ বারের আইপিএলে আর দেখার সুযোগ নেই। তাঁর টিম রাজস্থান রয়্যালস লিগ পর্বেই ছিটকে গিয়েছে। আইপিএলে বৈভবের ব্যাটিং দেখতে হলে অপেক্ষা করতে আগামী মরসুমের জন্য়। বৈভব অবশ্য ভারতের অনূর্ধ্ব ১৯ দলে রয়েছেন। ইংল্যান্ড সফরে যাবেন। ঘরোয়া ক্রিকেটেও খেলবেন। তবে এ বারের আইপিএলের অন্যতম আকর্ষণ ছিলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম প্লেয়ার, কনিষ্ঠতম সেঞ্চুরিয়ন। ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরি। এমন এক রেকর্ডও গড়েছেন যা তাঁকে শীর্ষে রেখেছে! কী সেই রেকর্ড?
হঠাৎ কেন ৫৮জনের কথাই বলা হচ্ছে? আইপিএলের ইতিহাসে এখনও অবধি ৫৮জন সেঞ্চুরি করেছেন। আইপিএলে সেঞ্চুরির তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। তিনি ৮টি সেঞ্চুরি করেছেন। এ মরসুমে ৮টি হাফসেঞ্চুরি করলেও বিরাটের ব্যাটে এখনও সেঞ্চুরি আসেনি। এবারের আইপিএলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার সেঞ্চুরি করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় বৈভব সূর্যবংশী। আইপিএলে সেঞ্চুরি করা ৫৮জন ব্যাটারের মধ্যে বাউন্ডারিতে সবচেয়ে বেশি রান তাঁর ইনিংসেই।
এ বারের আইপিএলে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী। ভারতীয়দের মধ্যে যা দ্রুততম। আর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এই সেঞ্চুরিতে ৭টি বাউন্ডারি ও ১১টি ওভার বাউন্ডারি রয়েছে। সব মিলিয়ে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলেছিলেন। এর মধ্যে ৯৪ রান এসেছে শুধুমাত্র বাউন্ডারি থেকেই! অর্থাৎ সেঞ্চুরি ইনিংসের ৯৩ শতাংশ রান বাউন্ডারিতে। যা রেকর্ড।
আইপিএলে যাঁরা সেঞ্চুরি করেছেন তাঁদের মধ্যে বাউন্ডারিতে রানের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের আর এক ওপেনার যশস্বী জয়সওয়াল। ২০২৩-এর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরিতে ৯০ শতাংশ রান বাউন্ডারিতেই করেছিলেন। এরপরই রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্য। উদ্বোধনী আইপিএলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এর মধ্যে ৮৯ শতাংশ রান বাউন্ডারিতে এসেছিল। এরপর রয়েছেন আর এক কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। তিনিও উদ্বোধনী আইপিএলে সেঞ্চুরি করেছিলেন। যার মধ্যে ৮৮ শতাংশ রান এসেছিল বাউন্ডারিতে।
