AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, KKR: কেকেআর খাদের কিনারায়? গম্ভীরের ২০১৪ মনে করালেন ভেঙ্কি

Kolkata Knight Riders: কোনও ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্স। আবার কখনও চূড়ান্ত হতাশা। পঞ্জাবের মাঠে লজ্জার হারের পর ঘরে ফিরে টাইটান্সের কাছে হার। সবচেয়ে অস্বস্তি ব্যাটিং পারফরম্যান্সের। প্লে-অফের দৌড়ে থাকতে এখন সব ম্যাচই গুরুত্বপূর্ণ। কেকেআর কি খাদের কিনারায়?

IPL 2025, KKR: কেকেআর খাদের কিনারায়? গম্ভীরের ২০১৪ মনে করালেন ভেঙ্কি
Image Credit: BCCI
| Updated on: Apr 22, 2025 | 9:47 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুরু ধাক্কা কাটিয়ে ওঠার ইঙ্গিত দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পরিস্তিতির উন্নতি হয়নি। ধারাবাহিকতা না দেখাতে পারাটাই সমস্যার হয়ে দাঁড়িয়েছে। কোনও ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্স। আবার কখনও চূড়ান্ত হতাশা। পঞ্জাবের মাঠে লজ্জার হারের পর ঘরে ফিরে টাইটান্সের কাছে হার। সবচেয়ে অস্বস্তি ব্যাটিং পারফরম্যান্সের। প্লে-অফের দৌড়ে থাকতে এখন সব ম্যাচই গুরুত্বপূর্ণ। কেকেআর কি খাদের কিনারায়? গম্ভীরের নেতৃত্বে ২০১৪ সালের সেই সময় মনে করালেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর।

এ মরসুমে আটটি ম্যাচ খেলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জয় মাত্র তিন ম্যাচে। ৮ ম্যাচে ৬ পয়েন্ট যে স্বস্তির নয়, এ আর বলার অপেক্ষা রাখে না। ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও মিডল অর্ডারে ব্যাটিং বিপর্যয়। ৩৯ রানে হার। কলকাতা নাইট রাইডার্স ঘুরে দাঁড়াতে মরিয়া। কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর শহরে একটি ইভেন্টে বলেন, ‘এই টিমটা খুবই ভালো, যোদ্ধাদের টিম। এই নিয়ে ১৮তম সংস্করণে খেলছে কেকেআর। আমরা সব সময়ই টপ থ্রি-তে থাকি।’

এরপরই গৌতম গম্ভীরের নেতৃত্বে ২০১৪ সংস্করণ ও ২০২১ সালের দৌড় মনে করান ভেঙ্কি। ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ২১-এ রানার্স। ভেঙ্কির কথায়, ‘এমন পরিস্থিতিতে দুটো মরসুমের কথা সবসময়ই নতুনদের বলে থাকি। ২০১৪ আইপিএলে প্রথম ৭টির মধ্যে মাত্র দুটি জিতেছিলাম। এরপর টানা নয় ম্যাচ জিতে চ্যাম্পিয়ন। শুধু তাই নয়, ২০২১ সালেও প্রথম ৭টির মধ্যে দুটি জয়, তারপরও ফাইনালে উঠেছিলাম।’

কলকাতা নাইট রাইডার্স এখান থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করতে পারে, সেটা পরিষ্কার করে দিলেন ভেঙ্কি মাইসোর। বাকিটা এখন প্লেয়ারদের হাতে। তারা সেই ইতিবাচক মানসিকতা দেখাতে পারবেন তো?