
চেন্নাই সুপার কিংসের পরবর্তী কিপার-ব্যাটার কে? এই প্রশ্নটা গত কয়েক বছর ধরেই ঘুরছে। আইপিএল এলেই জল্পনা শুরু হয়, এটাই হয়তো ধোনির শেষ। তিনি হয়তো অবসর নেবেন। এ বারও সেই জল্পনা চলছে। ধোনি হয়তো শেষ আইপিএল খেলছেন। কিন্তু যতক্ষণ না ধোনি নিজে থেকে অবসর ঘোষণা করছেন, ততক্ষণ নিশ্চিত হওয়ার কোনও সুযোগ নেই।
ক্যাপ্টেন হিসেবে প্রাথমিক ভাবে জাডেজাকে ভাবনায় রেখেছিলেন ধোনি। তাঁকে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন। জাডেজা সেই প্রত্য়াশা পূরণ করতে পারেননি। তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সেও প্রভাব পড়েছিল। পরে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন জাডেজা। ধোনি ফের মাঝপথে দায়িত্ব নিয়েছিলেন। ২০২৪ আইপিএলের আগে আলোচনা চলছিল চেন্নাইয়ের পরবর্তী ক্যাপ্টেন নিয়ে। টুর্নামেন্ট শুরুর আগের দিন ঋতুরাজের হাতে ব্যাটন তুলে দিয়েছিলেন। এ মরসুমে ঋতুরাজ ছিটকে যাওয়ায় ফের নেতৃত্ব তুলে নিয়েছেন ধোনি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, ক্যাপ্টেন না হয় ঋতুরাজ থাকলেন, পরবর্তী কিপার কে? এখানেই উঠে আসছে একটা নাম।
এ মরসুমে চেন্নাই সুপার কিংসের ডাগআউটের একটা ছবি ভাইরাল হয়েছিল। চেন্নাইয়ের ব্যাটিং চলছে। ডাগআউটে বসেই ঘুমোচ্ছেন এক তরুণ ক্রিকেটার। সেই তরুণ ক্রিকেটারই যদি ধোনির উত্তরসূরি হন? চেন্নাই সুপার কিংস স্কোয়াডে দু-জন স্পেশালিস্ট কিপার রয়েছেন। কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি এবং বংশ বেদী। চেন্নাই ডাগআউটে সেই ঘুমন্ত তরুণ।
প্লে-অফের দৌড়ে শুধুমাত্র অঙ্কের বিচারেই টিকে রয়েছে। বাস্তাব খুব কঠিন। মহেন্দ্র সিং ধোনিও কার্যত ইঙ্গিত দিয়েছেন, প্লে-অফ নয়, আগামী মরসুমের ভাবনা শুরু করে দিয়েছেন। গত তিন ম্যাচে তেমনই ইঙ্গিত। শেখ রশিদ এবং আয়ুষ মাহত্রের আইপিএলে অভিষেক হয়েছে। ডিওয়াল্ড ব্রেভিসের অভিষেক হয়েছে চেন্নাই জার্সিতে। এই তালিকায় দ্রুতই যোগ হতে পারে বংশ বেদীর নাম। হয়তো আজ পঞ্জাব কিংসের বিরুদ্ধেই?
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের মূল সমস্যা ব্যাটিং। বিশেষ করে মিডল অর্ডার। নির্ভরযোগ্য ইনিংস খেলার কেউ নেই। পাওয়ার হিটিংও সেই অর্থে দেখা যাচ্ছে না। গত ম্যাচে চেন্নাই জার্সিতে অভিষেকেই ক্যামিও ইনিংস খেলে কিছুটা ভরসা দিয়েছেন ব্রেভিস। CSK-মিডল অর্ডারে সেই ফাঁকটা পূরণ করে দেওয়ার রসদ রয়েছে বংশ বেদীর মধ্যে।
ঘরোয়া ক্রিকেটে খুব একটা পরিচিত নাম নন। কিন্তু দিল্লি প্রিমিয়ার লিগে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। মিডল অর্ডারে ব্যাট করতে নেমেই সাফল্য। দিল্লি প্রিমিয়ার লিগে ঋষভ পন্থের নেতৃত্বে খেলেছেন। ১৯ বলে ৪৭, ১৮ বলে ৩০ এবং ৪১ বলে ৯৬ রানের মতো বেশ কিছু ক্যামিও ইনিংস রয়েছে। তিনি যে পেস এবং স্পিনের বিরুদ্ধে একইরকম সাবলীল স্ট্রাইকরেটই তাঁর প্রমাণ। পেসারদের বিরুদ্ধে ১৭৪ স্ট্রাইকরেটে রান করেছেন। তেমনই স্পিনের বিরুদ্ধে ১৯৩ স্ট্রাইকরেট। বেশিরভাগই এসেছে মিডল ওভারে। এখন দেখার, ধোনি তাঁকে কতটা প্রস্তুত করেছেন, সুযোগ দিয়ে সেই পরীক্ষা নেন কি না।