IPL 2025, LSG: লখনউ সুপার জায়ান্টসে প্রাক্তন জাহির খান! নতুন মেন্টর পাচ্ছেন ঋষভ পন্থরা…

IPL 2025, Lucknow Super Giants: মেন্টর হিসেবে ফিরেও ট্রফি। এরপরই জাতীয় দলের কোচ হন গৌতম গম্ভীর। ২০২৪ সালে লখনউয়ের মেন্টরের দায়িত্ব নিয়েছিলেন জাহির খান। এ বার কি তিনিও প্রাক্তন হতে চলেছেন?

IPL 2025, LSG: লখনউ সুপার জায়ান্টসে প্রাক্তন জাহির খান! নতুন মেন্টর পাচ্ছেন ঋষভ পন্থরা...
Image Credit source: PTI FILE

Aug 13, 2025 | 6:23 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০২২ সালে অভিষেক হয় লখনউ সুপার জায়ান্টসের। প্রথম দু-বছর প্লে-অফেও জায়গা করে নিয়েছিল। যদিও গত দুই সংস্করণে পারফরম্যান্স আতসকাচে। প্রথম দু-মরসুম মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। তিনি কেকেআরের মেন্টর হিসেবে যোগ দেন ২০২৪-এর আইপিএলে। ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে দু-বার ট্রফি দিয়েছিলেন। মেন্টর হিসেবে ফিরেও ট্রফি। এরপরই জাতীয় দলের কোচ হন গৌতম গম্ভীর। ২০২৪ সালে লখনউয়ের মেন্টরের দায়িত্ব নিয়েছিলেন জাহির খান। এ বার কি তিনিও প্রাক্তন হতে চলেছেন?

লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টেও টিম কিনেছেন। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগেও টিম রয়েছে। সূত্রের খবর, এ বার সব মিলিয়ে একটা ভালো সেটআপ তৈরি করাই লক্ষ্য। গত মরসুমের মেগা অকশনে ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে নিয়েছিল লখনউ। শুরুর দিকে জ্বলে উঠতে পারেননি ঋষভ পন্থ। যদিও টিমের খারাপ পারফরম্যান্সের জন্য শুধুমাত্র তাঁকেও দায়ী করা যায় না। পুরো কোচিং টিমেও তাই বদল আনতে প্রস্তুত এই ফ্র্যাঞ্চাইজি।

সূত্রের খবর, লখনউ ফ্র্যাঞ্চাইজি ডিরেক্টর অব ক্রিকেট নিয়োগ করতে চলেছেন, যিনি সব লিগেই টিমের অপারেশন দেখবেন। তিনিই নানা পরিকল্পনা করবেন। সে কারণেই মনে করা হচ্ছে, মেন্টর হিসেবেও জাহির খান প্রাক্তন হয়ে যেতে পারেন। বোলিং কোচ হিসেবে ভরত অরুণকে নিয়োগ করেছে লখনউ সুপার জায়ান্টস। ফলে জাহির খানের ভূমিকাও কিছুটা কমছে। বরং মেন্টর হিসেবে এমন কাউকেই চাইছে টিম যিনি ব্যাটিং এবং সার্বিক পরিকল্পনায় আরও জোর দিতে পারবেন। যদিও সরকারি ভাবে এখনও কিছু ঘোষণা করেনি লখনউ।