Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DC vs LSG IPL Match Result: ‘বাঘ’ হয়ে উঠলেন আশুতোষ শর্মা, ঋষভের ভুলে হার লখনউয়ের!

Delhi Capitals vs Lucknow Super Giants Report: দ্বিতীয় ডেলিভারিতে তা নেন মোহিত। আয়ুষ বাদোনি বল ধরতে পারলে রান আউটের সুযোগ ছিল। আশুতোষ স্ট্রাইকে আসতেই দিল্লি শিবির অ্যাডাভান্টেজে। তৃতীয় ডেলিভারিতে ছয় মেরে জয়। আশুতোষ শর্মার কাছেই হার লখনউ সুপার জায়ান্টসের।

DC vs LSG IPL Match Result: 'বাঘ' হয়ে উঠলেন আশুতোষ শর্মা, ঋষভের ভুলে হার লখনউয়ের!
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Mar 24, 2025 | 11:44 PM

অবিশ্বাস্য বললেও কম। আশুতোষ শর্মা ব্যাটিং করলেন নাকি কোনও হাইলাইটস দেখানো হল! যেখানে সকলেই আশা ছেড়ে দিয়েছিলেন, সেখান থেকে দিল্লির জয়। শেষ ওভারে ৬ রান প্রয়োজন ছিল। ক্রিজে শেষ উইকেট জুটি। বোলিংয়ে শাহবাজ আহমেদ। মোহিত শর্মা স্ট্রাইকে। ঋষভ পন্থ স্টাম্পিং মিস করেন। লেগ বিফোরের আবেদন করলেও অনফিল্ড আম্পায়ার উল্লাস গান্ধী তা দেননি। ঋষভ পন্থ রিভিউ নেন। বল ট্র্যাকিংয়ে উইকেট মিসিং দেখাতেই ফের রুদ্ধশ্বাস পরিস্থিতি। ৫ বলে চাই ৬। আশুতোষকে স্ট্রাইক দেওয়াই টার্গেট ছিল মোহিত শর্মার। দ্বিতীয় ডেলিভারিতে তা নেন মোহিত। আয়ুষ বাদোনি বল ধরতে পারলে রান আউটের সুযোগ ছিল। আশুতোষ স্ট্রাইকে আসতেই দিল্লি শিবির অ্যাডাভান্টেজে। তৃতীয় ডেলিভারিতে ছয় মেরে জয়। আশুতোষ শর্মার কাছেই হার লখনউ সুপার জায়ান্টসের।

ব্যাটিংয়ে ব্যর্থ, কিপিংয়েও হতাশ করলেন ঋষভ পন্থ। ব্যক্তিগত পারফরম্যান্স যেমন খারাপ হল তেমনই লখনউয়ের ক্যাপ্টেন হিসেবে যাত্রাটাও ভুলে যাওয়ার মতোই। বোর্ডে ২১০ রানের বিশাল টার্গেট দিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। তার উপর ২ ওভারেই ৩ উইকেট হারায় দিল্লি। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। ৭ ওভারের মধ্যে ৬৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল দিল্লি ক্যাপিটালস।

লখনউ সুপার জায়ান্টসের যা বোলিং আক্রমণ তাতে তাদের জয় যেন সময়ের অপেক্ষা মাত্র। অন্তত ইনিংসের ১৩ ওভার অবধি ম্যাচে ৯০ শতাংশ হলেও এগিয়ে ছিল লখনউ। কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা আশুতোষ শর্মা সব হিসেব বদলে দিলেন। দিল্লি নয়, বরং বলা ভালো আশুতোষের কাছে হারল লখনউ। ৩১ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস আশুতোষের। ৫টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারেন। তা হলে ঋষভের ভুল কোথায়? ক্রিজে যোগ শেষ উইকেট জুটি, স্ট্রাইকে বোলার মোহিত শর্মা, তাঁর স্টাম্পিংটা মিস না করলে…।