AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GT vs RR IPL Match Result: হেটমায়ারের ‘অন্ধাধুন’ ব্যাটিং, জয়ের ধারা বজায় টাইটান্সেরই

Gujarat Titans vs Rajasthan Royals Report: রাজস্থান রয়্যালস কদিন আগেই পঞ্জাবের মাঠে অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সের উদাহরণ রেখেছিল। টপ অর্ডারই যে তাদের জয়ের রশদ, আরও একবার প্রকাশ্যে। ঘরের মাঠে ৫৮ রানের বিশাল জয় গুজরাট টাইটান্সের।

GT vs RR IPL Match Result: হেটমায়ারের 'অন্ধাধুন' ব্যাটিং, জয়ের ধারা বজায় টাইটান্সেরই
Image Credit: BCCI
| Updated on: Apr 09, 2025 | 11:31 PM
Share

ঘরে হোক বা বাইরে। জয়ের ধারা অব্যাহত রাখল গুজরাট টাইটান্স। যদিও ক্যাপ্টেন শুভমন গিলের জন্য ব্যাটিংয়ে রাতটা ভালো কাটল না। শেষ অবধি জয় এবং ২ পয়েন্টই আসল। আর সেটাই করে দেখাল গুজরাট টাইটান্স। যদিও ম্যাচটা শেষ অবধি একপেশে হয়ে দাঁড়াবে, তা আশা করা যায়নি। রয়েছে ‘বিতর্কিত’ সিদ্ধান্তও। রাজস্থান রয়্যালস কদিন আগেই পঞ্জাবের মাঠে অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সের উদাহরণ রেখেছিল। টপ অর্ডারই যে তাদের জয়ের রশদ, আরও একবার প্রকাশ্যে। ঘরের মাঠে ৫৮ রানের বিশাল জয় গুজরাট টাইটান্সের।

টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস ক্য়াপ্টেন সঞ্জু স্যামসন। শুরুতেই শুভমনকে ফেরানোয় আত্মবিশ্বাসে ভরপুর ছিল রয়্যালস। যদিও এ বারের আইপিএলে ধারাবাহিক ভালো পারফর্ম করা সাই সুদর্শন আরও একটা দুর্দান্ত ইনিংস উপহার দিলেন। একটা আক্ষেপ থাকতে পারে যে সেঞ্চুরিটা আসেনি। মাত্র ৫৩ বলে ৮২ রানের ইনিংস সাইয়ের। জস দ্য বস নিজের পুরনো দলের বিরুদ্ধে ২৫ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। টাইটান্সের মূল চিন্তা লোয়ার অর্ডডার ব্যাটিং নিয়ে। শাহরুখ খান ২০ বলে ৩৬, রাহুল তেওয়াটিয়ার ১২ বলে ২৪ রানের ক্যামিও। রাজস্থান রয়্যালসকে ২১৮ রানের টার্গেট দেয় গুজরাট টাইটান্স।

গুজরাট এবং রাজস্থান রয়্যালস দু-দলের ক্ষেত্রেই বলা হয়, টপ অর্ডার নির্ভর দল। টাইটান্স সেই ধারনা থেকে এই ম্যাচে অন্তত বেরোতে পেরেছে। রাজস্থান রয়্যালসে সমস্যা অটুট। বোর্ডে বিশাল টার্গেট। গত ম্যাচে হাফসেঞ্চুরি করা যশস্বী জয়সওয়ালকে শুরুতেই ফেরান বাঁ হাতি পেসার আর্শাদ খান। ডান-বাঁ হাতি কম্বিনেশনের জন্য তিনে নামানো হয় নীতীশ রানাকে। মহম্মদ সিরাজের শিকার রানা। ক্য়াপ্টেন সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ দুর্দান্ত জুটি গড়েন। ‘বিতর্কিত’ সিদ্ধান্তে রিয়ান ফিরতেই চাপ বাড়ে। ত্রয়োদশ ওভারে ক্যাপ্টেনের উইকেট নিয়ে দলের অর্ধেক জয় নিশ্চিত করেন প্রসিধ কৃষ্ণ।

রাজস্থান শিবিরে আশা জাগিয়ে রেখেছিলেন শিমরন হেটমায়ার। আস্কিং রেট বাড়ছিল। উইকেটও পড়ছিল পরপর। এমন পরিস্থিতিতে কার্যত ‘অন্ধাধুন’ ব্যাটিং হেটমায়ারের। বেশ কিছু ডেলিভারি হাওয়ায় থাকলেও মরিয়া চেষ্টায় তা ক্যাচ হচ্ছিল না। উল্টোদিক থেকে পরপর উইকেট হারাতে থাকে রাজস্থান। ১৬তম ওভারের শেষ ডেলিভারিতে প্রসিধ কৃষ্ণার শর্ট পিচ ডেলিভারিতে বিদায় হেটমায়ারের। ৩২ বলে ৫২ রান করেন। রাজস্থান রয়্যালস ২০ ওভার ব্যাট করতে পারবে কি না, সেটাই প্রশ্ন হয়ে দাঁড়ায়। ১৯.২ ওভারে ১৫৯ রানেই শেষ রাজস্থান ইনিংস।