Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RR vs KKR IPL Match Result: বোলাররা অনবদ্য, জাত চেনালেন ডি’কক; অ্যাওয়ে ম্যাচে জয় KKR-র

Rajasthan Royals vs Kolkata Knight Riders Report: চোটের কারণে এই ম্যাচে নামা হয়নি সুনীল নারিনের। তাঁর পরিবর্তে সুযোগ দেওয়া হয় মইন আলিকে। বল হাতে দুর্দান্ত মইন। কেকেআরের পুরো বোলিং আক্রমণই দুর্দান্ত পারফর্ম করেছে। ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে বোলারদের দারুণ ভাবে ব্যবহারও করেছেন। টস ভাগ্যও সঙ্গ দিয়েছে রাহানের।

RR vs KKR IPL Match Result: বোলাররা অনবদ্য, জাত চেনালেন ডি'কক; অ্যাওয়ে ম্যাচে জয় KKR-র
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Mar 26, 2025 | 11:24 PM

ঘরের মাঠে হারের ধাক্কা থেকে ঘুরে দাঁড়াল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ইডেনে গার্ডেন্সে ১৮তম আইপিএলের উদ্বোধন হয়েছিল। প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ ছিল আরসিবি। মিডল অর্ডারে ব্যাটিং ব্যর্থতা। অল্প রানের পুঁজি নিয়ে লড়াই করতে পারেননি বোলাররা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় কলকাতা নাইট রাইডার্সের। ম্যাচের আগে শিবিরে জোরালো ধাক্কা লাগলেও খুব একটা সমস্যা হয়নি। লো স্কোরিং ম্যাচে শেষ অবধি ৮ উইকেটের বিশাল জয় নাইট রাইডার্সের।

চোটের কারণে এই ম্যাচে নামা হয়নি সুনীল নারিনের। তাঁর পরিবর্তে সুযোগ দেওয়া হয় মইন আলিকে। বল হাতে দুর্দান্ত মইন। কেকেআরের পুরো বোলিং আক্রমণই দুর্দান্ত পারফর্ম করেছে। ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে বোলারদের দারুণ ভাবে ব্যবহারও করেছেন। টস ভাগ্যও সঙ্গ দিয়েছে রাহানের। জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন। রাজস্থান শিবিরে প্রথম ধাক্কা বৈভব অরোরার। সঞ্জু স্যামসনকে ফেরান তিনি। নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকে কেকেআর। সেই অর্থে রাজস্থান রয়্যালসকে কোনও পার্টনারশিপই গড়তে দেয়নি। দুই স্পিনার মইন আলি ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন। তিন পেসারের মধ্যে হর্ষিত ও বৈভবের ঝুলিতে জোড়া উইকেট। স্পেন্সর নেন একটি।

একটা সময় মনে হয়েছিল ১৫০ ছুঁতে পারবে না রাজস্থান রয়্যালস। যদিও তাদের পেসার জোফ্রা আর্চার ৭ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলেন। শেষ অবধি কেকেআরের টার্গেট দাঁড়ায় ১৫২ রান। চেজ করতে নেমে সতর্ক শুরু কেকেআরের। মইনের রান আউটে সাময়িক ছন্দপতন। আর এক ওপেনার কুইন্টন ডিকক ৬১ বলে ৯৭ রানের ইনিংসে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। ইমপ্যাক্ট হিসেবে নামা অংক্রিশ রঘুবংশী ১৭ বলে ২২ রানে অপরাজিত থাকেন।