
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পঞ্জাব কিংসের ম্যাচই মাঝপথে থমকে গিয়েছিল। স্থগিত রাখা হয়েছিল আইপিএল। শনিবার ফিরেছে টুর্নামেন্ট। যদিও বৃষ্টির কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি ভেস্তে যায়। পয়েন্ট ভাগাভাগিতে কলকাতা নাইট রাইডার্স প্লে-অফের অঙ্ক থেকে পুরোপুরি ছিটকে গিয়েছে। ম্যাচটা জিতলে অঙ্কে টিকে থাকত কেকেআর। অন্যদিকে, আরসিবি জিতলে সরকারি ভাবে তাদের প্লে-অফ নিশ্চিত হয়ে যেত। আজই হয়তো তিন দলের প্লে-অফ নিশ্চিত হয়ে যেতে পারে। পঞ্জাব কিংস নিজেদের ম্যাচ জিতেছে। কিন্তু দিনের দ্বিতীয় ম্যাচে নজর পঞ্জাব ও আরসিবি শিবিরের।
পঞ্জাব কিংস ও আরসিবি দু-দলেরই ১৭ পয়েন্ট করে রয়েছে। প্লে-অফে এক পা ফেলে রেখেছে তারা। দিল্লি ক্যাপিটালস জিতলে অবশ্য সরকারি ভাবে কারও প্লে-অফ নিশ্চিত হবে না। কিন্তু গুজরাট জিতলে পঞ্জাব কিংস ও গুজরাটের পাশাপাশি আরসিবিও প্লে-অফ নিশ্চিত করবে। বাকি একটি স্পটের লড়াইয়ে থাকবে লখনউ-মুম্বই-দিল্লি।
সুপার সান ডে-তে ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংস। টস জিতে প্রথমে ব্যাট করে পঞ্জাব। শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েন শ্রেয়সরা। যদিও নেহাল ওয়াদেরা ও শশাঙ্ক সিংয়ের সৌজন্যে ২২০ রানের বিশাল টার্গেট দেয় পঞ্জাব। যদিও দুর্দান্ত লড়াই রাজস্থানের। শেষ দিকে ঘুরে দাঁড়ায় পঞ্জাব বোলিং আক্রমণও। ১০ রানের জয় ছিনিয়ে নেয়। যদিও গুজরাট না জিতলে প্লে-অফের জন্য ওয়েটিং লিস্টেই থাকতে হবে।