SRH vs KKR IPL Match Result: মুম্বইয়ের রেকর্ড ছিনিয়ে নিল হায়দরাবাদ! সবচেয়ে বড় হার কেকেআরের

Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders Report: লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে দিল্লিতে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে কেকেআরকে ২৭৯ রানের বিশাল টার্গেট দেয় সানরাইজার্স। ১৬৮ রানেই অলআউট কেকেআর। ১১০ রানের রেকর্ড ব্যবধানে হার।

SRH vs KKR IPL Match Result: মুম্বইয়ের রেকর্ড ছিনিয়ে নিল হায়দরাবাদ! সবচেয়ে বড় হার কেকেআরের
Image Credit source: BCCI

May 26, 2025 | 12:01 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে রানের নিরিখে সবচেয়ে বড় হারের ব্যবধান রয়েছে ১৪৬। এই ব্যবধানে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। আর কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে সবচেয়ে বড় হারের ব্যবধান ছিল ১০২ রান। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে এই ব্যবধানে হেরেছিল কেকেআর। সেই রেকর্ড ছাপিয়ে গেল সানরাইজার্স। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে দিল্লিতে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে কেকেআরকে ২৭৯ রানের বিশাল টার্গেট দেয় সানরাইজার্স। ১৬৮ রানেই অলআউট কেকেআর। ১১০ রানের রেকর্ড ব্যবধানে হার।

প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল দু-দল। কিন্তু গত কয়েক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে সানরাইজার্স হায়দরাবাদ। সেই ধারা বজায় রাখল। অন্য় দিকে, কেকেআরের গত ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়েছিল। সব মিলিয়ে দীর্ঘ ১৮ দিন পর নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। টসের সময় তো ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে এটাই ভুলে গেলেন, টিমে কোনও পরিবর্তন করেছেন কি না। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। মরসুমের শেষ ম্যাচ, দিল্লির ছোট মাঠ, ব্যাটিং পিচ। পুরো ফায়দা তুলল সানরাইজার্স। হেনরিখ ক্লাসেনের সেঞ্চুরি। একেক সময় মনে হয়েছে, এ বার হয়তো ৩০০ হয়ে যেতে পারে।

রান তাড়ায় একের পর এক উইকেট হারাতে থাকে কলকাতা নাইট রাইডার্স। একেক সময় মনে হয়েছিল সবচেয়ে বড় হারের রেকর্ডও না কলকাতার নামেই হয়ে যায়। তবে মণীশ পান্ডের দুর্দান্ত ব্যাটিং এবং হর্ষিত রানার ক্যামিও ইনিংস আরও বড় লজ্জার হার থেকে বাঁচায় কেকেআরকে। এ মরসুমের মতো অভিযান শেষ গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের।