IPL 2022 Points Table: রোহিত-জাডেজা দ্বৈরথের আগে দেখে নিন পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়
আজ, বৃহস্পতিবার আইপিএল-১৫-তে রয়েছে মুম্বই বনাম চেন্নাই ম্যাচ। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া ৩২টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল...
কলকাতা: আজ, বৃহস্পতিবার আইপিএল-১৫-র (IPL 2022) ম্যাচে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস। বুধবার ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস নেমেছিল মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচে দাপটের সঙ্গে জিতেছে পন্থের দিল্লি। ৯ উইকেটে এই ম্যাচে জেতার সঙ্গে লিগ টেবলেও ওপরে উঠল দিল্লি। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত মোট ৩২টি ম্যাচ হয়েছে। আইপিএল চলাকালীন ক্রিকেটপ্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। লিগ টেবলের প্রথম চারটি দল টুর্নামেন্টের প্লে অফে খেলার সুযোগ পায়। তার পর সেখান থেকে কোয়ালিফায়ার পর্ব ও এলিমিনেটর পর্ব হয়। সব থেকে শেষে হয় ফাইনাল। প্রত্যেক ম্যাচে বিজয়ী দল পায় ২ পয়েন্ট। আর কোনও ফলাফল না হলে ১ পয়েন্ট। ম্যাচ টাই হলে সেক্ষেত্রে ‘সুপার ওভার’ হয়।
আজ, বৃহস্পতিবার আইপিএল-১৫-তে রয়েছে মুম্বই বনাম চেন্নাই ম্যাচ। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া ৩২টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল…
১. এখনও পর্যন্ত হওয়া আইপিএলের ৩২টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। গুজরাতের নেট রান রেট +০.৩৯৫। গুজরাতও এখনও অবধি ৬টি ম্যাচে খেলেছে। তার ৫টিতে জয় ও ১টিতে হার জুটেছে টাইটান্সদের ভাগ্যে। মোট ১০ পয়েন্ট পেয়েছেন হার্দিকরা।
২. পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট +০.২৫১। এখনও অবধি আইপিএলের ৭টি ম্যাচে খেলেছে আরিসিবি। তাতে ৫টি ম্যাচে জয় ও ২টি ম্যাচে হার জুটেছে বিরাটদের কপালে। ব্যাঙ্গালোরের মোট পয়েন্ট ১০।
৩. সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস রয়েছে পয়েন্ট টেবলের তিন নম্বরে। এ বারের আইপিএলে রাজস্থান এখনও অবধি ৬টি ম্যাচে খেলে ৪টিতে জিতেছে, ২টিতে হেরেছে। রাজস্থানের নেট রান রেট +০.৩৮০।
৪. লিগ টেবলে চার নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +০.১২৪। এখনও অবধি লখনউ ৭টি ম্যাচে খেলেছে। তাতে ৪টিতে জিতেছেন ক্রুণালরা। এবং ৩টি ম্যাচে হেরেছে লখনউ। ফলে ডি’ককদের ঝুলিতে এখন ৮ পয়েন্ট রয়েছে।
৫. পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। এখনও অবধি ৬ ম্যাচে খেলে ৪টিতে জয় ও ২টিতে হার জুটেছে অরেঞ্জ আর্মির কপালে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৮। হায়দরাবাদের নেট রান রেট -০.০৭৭।
৬. মায়াঙ্কের পঞ্জাবকে বুধবার ৯ উইকেটে হারিয়ে লিগ টেবলের ৬ নম্বরে উঠে এসেছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.৯৪২। দিল্লিও এখনও অবধি ৬টি ম্যাচে খেলেছে, তার ৩টিতে জিতেছে। এবং ৩টিতে হেরেছে।
৭. লিগ টেবলের সাত নম্বরে নেমে গিয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ৭টি ম্যাচের ৩টিতে জয় ও ৪টি হার জুটেছে নাইটদের কপালে। ফলে ৬ পয়েন্ট রয়েছে নাইটদের। এবং কেকেআরের নেট রান রেট +০.১৬০।
৮. বুধবার দিল্লির কাছে হেরে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস নেমে গিয়েছে পয়েন্ট টেবলের ৮ নম্বরে। এখনও পর্যন্ত ৭টি ম্যাচে খেলে ৩টিতে জিতেছেন ও ৪টিতে হেরেছেন ধাওয়ানরা। প্রীতির পঞ্জাবের নেট রান রেট -০.৫৬২।
৯. আজ খেলা রয়েছে চেন্নাইয়ের। এই মুহূর্তে লিগ টেবলের নয় নম্বরে রয়েছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট -০.৬৩৮। এখনও অবধি ৬টি ম্যাচে খেলে মাত্র ১টিতে জিতেছে সিএসকে।
১০. মুম্বই আজ আইপিএলের ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাইয়ের। এ বারের আইপিএলে ভীষণই খারাপ অবস্থা ৫ বারের চ্যাম্পিয়নদের। পয়েন্ট টেবলের ১০ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের নেট রান রেট -১.০৪৮। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ৬টি ম্যাচে খেলেছেন রোহিতরা। তার ৬টিতেই হারতে হয়েছে রোহিতের দলকে।