IPL 2022 Points Table: লখনউকে হারিয়ে লিগ টেবলের দুইয়ে পৌঁছে গিয়েছে আরসিবি
আজ, বুধবার আইপিএল-১৫-তে রয়েছে দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া ৩১টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল...
কলকাতা: আজ, বুধবার আইপিএল-১৫-র (IPL 2022) ম্যাচে মুখোমুখি হতে চলেছে ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) পঞ্জাব কিংস (Punjab Kings)। মঙ্গলবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ছিল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরর (Royal Challengers Bangalore) লড়াই। সেই ম্যাচে ১৮ রানে সুপার জায়ান্টসদের হারিয়েছে আরসিবি। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত মোট ৩১টি ম্যাচ হয়েছে। আইপিএল চলাকালীন ক্রিকেটপ্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। লিগ টেবলের প্রথম চারটি দল টুর্নামেন্টের প্লে অফে খেলার সুযোগ পায়। তার পর সেখান থেকে কোয়ালিফায়ার পর্ব ও এলিমিনেটর পর্ব হয়। সব থেকে শেষে হয় ফাইনাল। প্রত্যেক ম্যাচে বিজয়ী দল পায় ২ পয়েন্ট। আর কোনও ফলাফল না হলে ১ পয়েন্ট। ম্যাচ টাই হলে সেক্ষেত্রে ‘সুপার ওভার’ হয়।
আজ, বুধবার আইপিএল-১৫-তে রয়েছে দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া ৩১টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল…
১. এখনও পর্যন্ত হওয়া ৩১টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। গুজরাতের নেট রান রেট +০.৩৯৫। গুজরাতও এখনও অবধি ৬টি ম্যাচে খেলেছে। তার ৫টিতে জয় ও ১টিতে হার জুটেছে টাইটান্সদের ভাগ্যে। মোট ১০ পয়েন্ট পেয়েছেন হার্দিকরা।
২. মঙ্গলবার লখনউকে হারিয়ে পয়েন্ট টেবলের ২ নম্বরে পৌঁছে গিয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট +০.২৫১। এখনও অবধি আইপিএলের ৭টি ম্যাচে খেলেছে আরিসিবি। তাতে ৫টি ম্যাচে জয় ও ২টি ম্যাচে হার জুটেছে বিরাটদের কপালে। ব্যাঙ্গালোরের মোট পয়েন্ট ১০।
৩. আরসিবি মঙ্গলবারের ম্যাচে জেতায় সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবলে নেমে গিয়েছে তিন নম্বরে। এ বারের আইপিএলে রাজস্থান এখনও অবধি ৬টি ম্যাচে খেলে ৪টিতে জিতেছে, ২টিতে হেরেছে। রাজস্থানের নেট রান রেট +০.৩৮০।
৪. আরসিবির কাছে হেরে লিগ টেবলে চার নম্বরে নেমে গিয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +০.১২৪। এখনও অবধি লখনউ ৭টি ম্যাচে খেলেছে। তাতে ৪টিতে জিতেছেন ক্রুণালরা। এবং ৩টি ম্যাচে হেরেছে লখনউ। ফলে ডি’ককদের ঝুলিতে এখন ৮ পয়েন্ট রয়েছে।
৫. লিগ টেবলের ৫ নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। এখনও অবধি ৬ ম্যাচে খেলে ৪টিতে জয় ও ২টিতে হার জুটেছে অরেঞ্জ আর্মির কপালে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৮। হায়দরাবাদের নেট রান রেট -০.০৭৭।
৬. পয়েন্ট টেবলের ৬ নম্বরে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ৭টি ম্যাচের ৩টিতে জয় ও ৪টি হার জুটেছে নাইটদের কপালে। ফলে ৬ পয়েন্ট রয়েছে রাহানেদের। এবং কেকেআরের নেট রান রেট +০.১৬০।
৭. আজ দিল্লির বিরুদ্ধে খেলা রয়েছে পঞ্জাবের। লিগ টেবলের সাত নম্বরে রয়েছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। এখনও পর্যন্ত ৬টি ম্যাচে খেলে ৩টিতে জিতেছেন ও ৩টিতে হেরেছেন ধাওয়ানর। প্রীতির পঞ্জাবের নেট রান রেট +০.১০৯।
৮. দিল্লির লড়াই আজ পঞ্জাবের বিরুদ্ধে। লিগ টেবলের আট নম্বরে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.২১৯। দিল্লিও এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছে, তার ২টিতে জিতেছে। এবং ৩টিতে হেরেছে।
৯. লিগ টেবলের নয় নম্বরে রয়েছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট -০.৬৩৮। এখনও অবধি ৬টি ম্যাচে খেলে মাত্র ১টিতে জিতেছে সিএসকে।
১০. চলতি আইপিএলে ভীষণই খারাপ অবস্থা ৫ বারের চ্যাম্পিয়নদের। পয়েন্ট টেবলের ১০ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের নেট রান রেট -১.০৪৮। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ৬টি ম্যাচে খেলেছেন রোহিতরা। তার ৬টিতেই হারতে হয়েছে রোহিতের দলকে।
আরও পড়ুন: DC vs PBKS IPL 2022 Match Prediction: কোভিড চ্যালেঞ্জ সামলে পঞ্জাব জয় করতে পারবে দিল্লি?