IPL 2022 Points Table: লখনউ বনাম চেন্নাই ম্যাচের আগে জেনে নিন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়

আজ, বুধবার রয়েছে লখনউ বনাম সিএসকে ম্যাচ। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এই ৬টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল...

IPL 2022 Points Table: লখনউ বনাম চেন্নাই ম্যাচের আগে জেনে নিন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরImage Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: Mar 31, 2022 | 7:46 PM

কলকাতা: আজ, বৃহস্পতিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। বুধবার আইপিএলের (IPL) ছয় নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সেই ম্যাচে ৩ উইকেটে জিতেছেন বিরাট কোহলিরা। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত মোট ৬টি ম্যাচ হয়েছে। আইপিএল চলাকালীন ক্রিকেটপ্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। লিগ টেবলের প্রথম চারটি দল টুর্নামেন্টের প্লে অফে খেলার সুযোগ পায়। তার পর সেখান থেকে কোয়ালিফায়ার পর্ব ও এলিমিনেটর পর্ব হয়। সব থেকে শেষে হয় ফাইনাল। প্রত্যেক ম্যাচে বিজয়ী দল পায় ২ পয়েন্ট। আর কোনও ফলাফল না হলে ১ পয়েন্ট। ম্যাচ টাই হলে সেক্ষেত্রে ‘সুপার ওভার’ হয়।

আজ, বৃহস্পতিবার রয়েছে লখনউ বনাম সিএসকে ম্যাচ। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এই ৬টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল…

১. এখনও অবধি আইপিএলের যে ৫টি ম্যাচ হয়েছে তার পর পয়েন্ট টেবলের শীর্ষস্থানে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। রাজস্থানের নেট রান রেট +৩.০৫০।

২. লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.৯১৪।

৩. তিন নম্বরে রয়েছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। প্রীতির পঞ্জাবের নেট রান রেট +০.৬৯৭।

৪. পয়েন্ট টেবলের চতুর্থ স্থানে রয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। গুজরাতের নেট রান রেট +০.২৮৬।

৫. লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। কিং খানের কেকেআরের নেট রান রেট +০.০৯৩।

৬. পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.০৪৮।

৭. লিগ টেবলের সাত নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট -০.২৮৬।

৮. আট নম্বরে রয়েছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট -০.৬৩৯।

৯. পয়েন্ট টেবলের নয় নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের নেট রান রেট -০.৯১৪।

১০. এই মুহূর্তে লিগ টেবলের লাস্ট বয় কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের নেট রান রেট -৩.০৫০।

আরও পড়ুন: IPL 2022: হাসারঙ্গার দাপট, কার্তিকের ফিনিশিংয়ে কাত কেকেআর

আরও পড়ুন: IPL 2022: ক্যাপ্টেন্সি ছাড়ার প্রশ্নে কনওয়েকে কি উত্তর দিয়েছিলেন ধোনি?

আরও পড়ুন: IPL 2022: অজি তারকা মার্শকে নিয়ে স্বস্তিতে পন্থের দিল্লি