IPL 2025 Points Table: ঘরের মাঠে বিরাটদের হারের পর পয়েন্ট টেবলের ভোলবদল, অরেঞ্জ ও পার্পল ক্যাপের মালিক কারা?

Apr 03, 2025 | 10:59 AM

IPL 2025 Purple Cap and Orange Cap: ১৮তম আইপিএলে এখনও অবধি মোট ১৪টি ম্যাচ হয়েছে। পয়েন্ট টেবলে ১০ দলের ওঠানামা শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি পার্পল ও অরেঞ্জ ক্যাপের দাবিদারও বেড়ে চলেছে। এক ঝলকে দেখে নিন তালিকায় রয়েছেন কারা?

IPL 2025 Points Table: ঘরের মাঠে বিরাটদের হারের পর পয়েন্ট টেবলের ভোলবদল, অরেঞ্জ ও পার্পল ক্যাপের মালিক কারা?
ঘরের মাঠে বিরাটদের হারের পর পয়েন্ট টেবলের ভোলবদল, অরেঞ্জ ও পার্পল ক্যাপের মালিক কারা?
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা: ঘরের মাঠে বুধ-রাতে গুজরাট টাইটান্সের কাছে হেরেছে আরসিবি। যার ফলে পয়েন্ট টেবলের শীর্ষস্থান খুইয়েছেন বিরাট কোহলিরা। আর সেই সুবাদে টেবল টপার হয়েছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংস এই দুটো দল এখনও চলতি মরসুমে ২টো করে ম্যাচ খেলেছে। বাকি ৮ দল ৩টি করে ম্যাচ খেলে নিয়েছে। জোড়া জয়ের ফলে শ্রেয়সদের পয়েন্ট ৪। নেট রানরেট +১.৪৮৫। দ্বিতীয় স্থানে থাকা দিল্লির ২ ম্যাচে পয়েন্টও ৪। নেট রানরেট +১.৩২০। তিনে নেমে যাওয়া আরসিবির ৩ ম্যাচে পয়েন্ট ৪। নেট রানরেট +১.১৪৯। এরপর যথাক্রমে চার থেকে দশে রয়েছে গুজরাট টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স।

চলতি আইপিএলে ১৪টি ম্যাচ হওয়ার পর পার্পল ক্যাপের ৫ দাবিদার যাঁরা —

  1. নুর আহমেদ – চেন্নাই সুপার কিংস – ৩ ম্যাচে ৯ উইকেট – ১২ ওভারে ৮২ রান দিয়েছেন। এখন তিনিই পার্পল ক্যাপের মালিক।
  2. মিচেল স্টার্ক – দিল্লি ক্যাপিটালস – ৩ ম্যাচে ৮ উইকেট – ৭.৪ ওভারে ৭৭ রান দিয়েছেন। পার্পল ক্যাপের দৌড়ে দুইয়ে স্টার্ক।
  3. এই খবরটিও পড়ুন

  4. জস হ্যাজলউড – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ৩ ম্যাচে ৬ উইকেট – ১১.৫ ওভারে ৮৬ রান খরচ করেছেন। এই তালিকায় তিনে জস।
  5. সাই কিশোর – গুজরাট টাইটান্স – ৩ ম্যাচে ৬ উইকেট – ১২ ওভারে ৮৯ রান দিয়েছেন সাই। পার্পল ক্যাপের তালিকায় চারে সাই।
  6. খলিল আহমেদ – চেন্নাই সুপার কিংস – ৩ ম্যাচে ৬ উইকেট – ১২ ওভারে ৯৫ রান দিয়েছেন। বেগুনি টুপির তালিকায় পাঁচে খলিল।

চলতি আইপিএলে ১৪ ম্যাচ হওয়ার পর অরেঞ্জ ক্যাপের ৫ দাবিদার যাঁরা —

  1. নিকোলাস পুরান – লখনউ সুপার জায়ান্টস – ৩ ম্যাচে ১৮৯ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক পুরান।
  2. সাই সুদর্শন – গুজরাট টাইটান্স – ৩ ম্যাচে ১৮৬ রান করে অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে সাই।
  3. জস বাটলার – গুজরাট টাইটান্স – ৩ ম্যাচে ১৬৬ রান করে কমলা টুপির দৌড়ে তিনে বাটলার।
  4. শ্রেয়স আইয়ার – পঞ্জাব কিংস – ২ ম্যাচে পঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়স ১৪৯ রান করেছেন। অরেঞ্জ ক্যাপের দৌড়ে চারে শ্রেয়স।
  5. ট্রাভিস হেড – সানরাইজার্স হায়দরাবাদ – ৩ ম্যাচে ১৩৬ রান করে এই তালিকার পাঁচে রয়েছেন হেড।