IPL 2025 Purple Cap: পার্পল ক্যাপের জন্য জোর টক্কর, RCB-র এই তারকার সেরা হওয়ার সুযোগ

IPL 2025: চলতি আইপিএলে দেখতে দেখতে ৪৪টি ম্যাচ হয়েছে। জমে উঠেছে ব্যাটার ও বোলারদের লড়াই। যদি পার্পল ক্যাপের তালিকায় ঢুঁ মারা হয়, তা হলে দেখা যাবে শীর্ষে গুজরাট টাইটান্সের প্রসিধ কৃষ্ণ।

IPL 2025 Purple Cap: পার্পল ক্যাপের জন্য জোর টক্কর, RCB-র এই তারকার সেরা হওয়ার সুযোগ
IPL 2025 Purple Cap: পার্পল ক্যাপের জন্য জোর টক্কর, RCB-র এই তারকার সেরা হওয়ার সুযোগImage Credit source: BCCI

Apr 27, 2025 | 12:19 PM

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিটি মরসুমে সবচেয়ে বেশি উইকেট নেন যে বোলার, তিনি পান পার্পল ক্যাপ। চলতি আইপিএলে দেখতে দেখতে ৪৪টি ম্যাচ হয়েছে। জমে উঠেছে ব্যাটার ও বোলারদের লড়াই। যদি পার্পল ক্যাপের তালিকায় ঢুঁ মারা হয়, তা হলে দেখা যাবে শীর্ষে গুজরাট টাইটান্সের প্রসিধ কৃষ্ণ। তাঁকে আজ, রবিবার রাতে আইপিএলের (IPL) ম্যাচে ছাপিয়ে যেতে পারেন আরসিবির এক তারকা বোলার। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এখনও অবধি হওয়া আইপিএলের ৪৪টি ম্যাচের পর পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে কারা।

এক ঝলকে দেখে নিন চলতি আইপিএলের পার্পল ক্যাপের তালিকায় প্রথম পাঁচে কোন বোলাররা রয়েছেন —

১. প্রসিধ কৃষ্ণ – ১৮তম আইপিএলে আপাতত পার্পল ক্যাপের মালিক গুজরাট টাইটান্সের প্রসিধ কৃষ্ণ। তিনি ৮টি ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন। ৩১ ওভার বল করে তিনি খরচ করেছেন ২২৬ রান।

২. জশ হ্যাজলউড – এ বারের আইপিএলে পার্পল ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে আরসিবির জশ হ্যাজলউড। তিনি এখনও অবধি ৯টি ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন। ৩২.৫ ওভার বল করে তিনি ২৭৫ রান খরচ করেছেন।

৩. নুর আহমেদ – চেন্নাই সুপার কিংসের তরুণ বোলার নুর আহমেদ ৯টি ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন। তিনি ৩১ ওভার বল করে ২৪৯ রান খরচ করেছেন। পার্পল ক্যাপের তালিকায় তিনে নুর।

৪. হর্ষল প্যাটেল – সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলা হর্ষল এ বারের আইপিএলে ৮টি ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। ২৭ ওভার বল করে তিনি ২৪৪ রান খরচ করেছেন। পার্পল ক্যাপের চতুর্থ দাবিদার হর্ষল।

৫. কুলদীপ যাদব – পার্পল ক্যাপের তালিকায় পাঁচে দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব। তিনি এ মরসুমে ৮টি ম্যাচে খেলে ১২টি উইকেট নিয়েছেন। ৩২ ওভার বল করে ২০৮ রান খরচ করেছেন।