Irani Cup 2024: বাদ গেলেন না ক্যাপ্টেন, ট্রফি নিয়ে সরফরাজ-পৃথ্বীদের সঙ্গে ডান্স ফ্লোরে রাহানে

Watch Video: অনেক বছর পর মুম্বইয়ে (Mumbai) এসেছে ইরানি ট্রফি। রঞ্জি সফর শুরুর আগে ইরানি কাপ জয়ী মুম্বই টিমের সদস্যদের সংবর্ধনা দিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেখানে নাচে-গানে মেতে ওঠেন সরফরাজ-পৃথ্বীরা। বাদ যাননি ক্যাপ্টেন রাহানেও।

Irani Cup 2024: বাদ গেলেন না ক্যাপ্টেন, ট্রফি নিয়ে সরফরাজ-পৃথ্বীদের সঙ্গে ডান্স ফ্লোরে রাহানে
বাদ গেলেন না ক্যাপ্টেন, ট্রফি নিয়ে সরফরাজ-পৃথ্বীদের সঙ্গে ডান্স ফ্লোরে রাহানে
Follow Us:
| Updated on: Oct 09, 2024 | 7:20 PM

কলকাতা: আর দিন দুয়েক পর শুরু হবে রঞ্জি ট্রফি। ১১ অক্টোবর বরোদার বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচ। তার আগে ইরানি ট্রফি জয়ের খুশিতে মত্ত অজিঙ্ক রাহানে, সরফরাজ খানরা। রঞ্জি ট্রফিতে অন্যতম সফল দল মুম্বই। এ বার ইরানি কাপে (Irani Cup 2024) অবশিষ্ট ভারত একাদশকে হারিয়েছে রাহানের নেতৃত্বাধীন মুম্বই। ১৯৯৭-৯৮ মরসুমে শেষ বার ইরানি কাপ এসেছিল মুম্বই শিবিরে। অনেক বছর পর মুম্বইয়ে (Mumbai) এসেছে সেই ট্রফি। রঞ্জি সফর শুরুর আগে ইরানি কাপ জয়ী মুম্বই টিমের সদস্যদের সংবর্ধনা দিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেখানে নাচে-গানে মেতে ওঠেন সরফরাজ-পৃথ্বীরা। বাদ যাননি ক্যাপ্টেন রাহানেও।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুম্বইয়ের ক্রিকেটারদের ইরানি কাপ ট্রফি নিয়ে সেলিব্রেশনের ভিডিয়ো। গানের তালে নাচ করতে দেখা যায় মুম্বই টিমের সদস্যদের। ট্রফি নিয়ে লাফিয়ে লাফিয়ে নাচতে দেখা যায় সরফরাজদের। সেই দৃশ্য আবার শ্রেয়স আইয়ারকে ক্যামেরাবন্দি করতে দেখা যায়। মুম্বইয়ের ক্রিকেটাররা যেখানে সেলিব্রেট করছিলেন, তার পাশেই দাঁড়িয়েছিলেন সরফরাজ খানের বাবা নওশাদ খান।

পৃথ্বী শ-কে দেখা যায় ক্যাপ্টেন রাহানের হাত ধরে তাঁকেও নাচ করতে বাধ্য করেছেন। রাহানেকে সচরাচর এই মেজাজে দেখা যায় না। কিন্তু দলের সকলে যে ভাবে ট্রফি নিয়ে সেলিব্রেশন করছিলেন, তাতে রাহানে নিজেকে আটকে রাখতে পারেননি। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সরফরাজ-শ্রেয়সদের সেলিব্রেশনের ভিডিয়ো।