IPL 2025, MI: জনিই রোহিতের সেই জীতেন্দ্র ভাটাওডেকার? অনেকে তো তাই বলছেন!

IPL 2025, Mumbai Indians: লিগ টেবলে চার নম্বরে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। ফলে এলিমিনেটর ম্যাচ খেলতে হয়েছে। সেই ম্যাচে হারলে বিদায় হয়ে যেত। গুজরাট টাইটান্সকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এর জন্য কৃতিত্ব প্রাপ্য জনি বেয়ারস্টোরও।

IPL 2025, MI: জনিই রোহিতের সেই জীতেন্দ্র ভাটাওডেকার? অনেকে তো তাই বলছেন!
Image Credit source: PTI

Jun 01, 2025 | 2:14 PM

আইপিএল যদি কয়েকদিনের জন্য স্থগিত না হত? অনেকের হয়তো এই টুর্নামেন্টে সুযোগই মিলত না। তাঁদের মধ্যে অন্যতম জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের এই কিপার ব্যাটার গত আইপিএলে একটি ম্যাচে অবিশ্বাস্য পারফর্ম করেছিলেন। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় টার্গেট তাড়া করে জেতার রেকর্ড রয়েছে পঞ্জাব কিংসের। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ২৬২ রানের টার্গেট দিয়েছিল।

কেউই প্রত্যাশা করেননি, এই রান তাড়া করেও জিতবে পঞ্জাব। ইতিহাস এভাবেই তৈরি হয়। জনি বেয়ারস্টোর সেঞ্চুরির সৌজন্যে জিতেছিল পঞ্জাব। কিন্তু এবারের আইপিএলে টিমই পাননি! অকশনে ছিলেন অবিক্রিত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য প্লে-অফ থেকে সরেছেন একাধিক প্লেয়ার। রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়ারও। পরিবর্ত হিসেবে সুযোগ পেয়েছেন জনি বেয়ারস্টো। তাঁকে যে খেলানো হবে নিশ্চিতই ছিল। কারণ, মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম চয়েস কিপার ব্যাটার রায়ান রিকলটন ফিরে গিয়েছেন। তাঁর লাইক টু লাইক রিপ্লেসমেন্ট বলা যায় জনি বেয়ারস্টোকে। আর এসেই মুম্বই শিবিরের জান হয়ে উঠেছেন জনি!

লিগ টেবলে চার নম্বরে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। ফলে এলিমিনেটর ম্যাচ খেলতে হয়েছে। সেই ম্যাচে হারলে বিদায় হয়ে যেত। গুজরাট টাইটান্সকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এর জন্য কৃতিত্ব প্রাপ্য জনি বেয়ারস্টোরও। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নেমে বিধ্বংসী ব্যাটিং করেছেন। একটা ছন্দ তৈরি করে দিয়েছিলেন টাইটান্সের বিরুদ্ধে। আইপিএলে মরসুমের প্রথম ম্যাচ খেলছেন, এক মুহূর্তের জন্যও মনে হয়নি।

রোহিত শর্মা থেকে হার্দিক পান্ডিয়া। জনি বেয়ারস্টোর পারফরম্যান্সে উচ্ছ্বসিত। আলোচনায় উঠছে জীতেন্দ্র ভাটাওডেকার। তা হলে জনিই কি সেই ব্যক্তি? আসলে ড্রিম ইলেভেনের একটি বিজ্ঞাপনে এই অদ্ভূত নাম বলেছিলেন রোহিত শর্মা। যা উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যেতে পারে অনেকেরই। যদিও জনিই জীতেন্দ্র ভাটাওডেকার কি না, তা নিয়ে ধোঁয়াশাও রয়েছে। তাঁকে নিয়ে গানও গেয়েছেন রোহিত। হার্দিক পান্ডিয়াও হিন্দি শেখাচ্ছেন জনি বেয়ারস্টোকে। প্রশংসা করছেন। এমন সব মজার ভিডিয়োই সামনে আসছে।

আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের। হার্দিকদের শিবিরে দুর্দান্ত একটা আবহ তৈরি হয়েছে নতুন প্লেয়ারদের আসায়। আর জনির স্পোর্টসম্যান স্পিরিট, সকলের সঙ্গে মিশে যাওয়া, পারফরম্যান্স, ভরসা। জনি বেয়ারস্টো অনুভবই করতে দিচ্ছেন না, আইপিএলে তাঁর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছে। তবে সফর যাতে দ্রুত শেষ না হয়ে যায় তার জন্য পঞ্জাব কিংসকে হারাতেই হবে। তা হলেই ফাইনাল। আরও একটা ট্রফি জয়ের সুযোগ আসবে।