Pat Cummins: মরসুমের মাঝেই কি SRH শিবির ছাড়ছেন ক্যাপ্টেন প্যাট কামিন্স?

SRH, IPL 2025: সাত ম্যাচের পাঁচটিতেই হারের মুখ দেখেছে অরেঞ্জ আর্মি। প্লে-অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে দলের। এরই মধ্যে আবার অন্য জল্পনা তুঙ্গে। আইপিএলের মাঝেই দল ছাড়ছেন প্যাট কামিন্স? প্যাটের স্ত্রী বেকির ইনস্টাগ্রাম স্টোরি থেকে শুরু হয়েছে জল্পনা।

Pat Cummins: মরসুমের মাঝেই কি SRH শিবির ছাড়ছেন ক্যাপ্টেন প্যাট কামিন্স?
মরসুমের মাঝেই কি SRH শিবির ছাড়ছেন ক্যাপ্টেন প্য়াট কামিন্স?Image Credit source: PTI

Apr 18, 2025 | 2:45 PM

কলকাতা: গত বছরের আইপিএলে (IPL) রানার্স সানরাইজার্স হায়দরাবাদ। এ বারও ওই টিমের ক্যাপ্টেন সেই প্যাট কামিন্স। এ বছরের শুরুটা দেখে মনে হয়েছিল যেখানে আগের মরসুম শেষ করেছিল, ঠিক যেন সেখান থেকেই অরেঞ্জ আর্মি শুরু করেছে এই মরসুম। শুরু যতটা হইচই ফেলা ছিল, পরের দিকে ততটাই বিবর্ণ ছবি। ম্যারাথন হারে জর্জরিত হায়দরাবাদ। সাত ম্যাচের পাঁচটিতেই হারের মুখ দেখেছে অরেঞ্জ আর্মি। প্লে-অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে দলের। এরই মধ্যে আবার অন্য জল্পনা তুঙ্গে। আইপিএলের মাঝেই দল ছাড়ছেন প্যাট কামিন্স? প্যাটের স্ত্রী বেকির ইনস্টাগ্রাম স্টোরি থেকে শুরু হয়েছে জল্পনা।

১৭ এপ্রিল মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ হারার পরদিন সকালে প্যাট কামিন্সের স্ত্রী বেকি কামিন্সের ইনস্টাগ্রামে দুটি স্টোরি থেকে তৈরি হয়েছে জল্পনা। ওই স্টোরিতে প্যাট কামিন্সের স্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে তিনি দেশ ছাড়ছেন। কিন্তু প্যাট দেশ ছাড়ছেন কিনা তার কোনও স্পষ্ট ইঙ্গিত নেই। একটি স্টোরির ক্যাপশন, ‘প্য়াট কামিন্স সবসময় বেশি প্যাকিং করে।’ অন্য় স্টোরির ক্য়াপশন , ‘বিদায় ইন্ডিয়া। এই সুন্দর দেশটা ঘুরে দেখতে খুবই ভালো লাগল।’

প্যাট কামিন্সের স্ত্রী বেকির ইন্সটাগ্রাম স্টোরির স্ক্রিনশট

চলতি মরসুম মোটেই ভালো যাচ্ছে না হায়দরাবাদের। প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ৪৪ রানে বিরাট জয় এসেছিল। পরের ৬ ম্যাচে মাত্র ১টি জয়। একটিও অ্যাওয়ে ম্যাচ জিততে পারেনি কামিন্সের দল। দুটি জয়ই হোম গ্রাউন্ডে। পরের ম্যাচেই ফের মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে সানরাইজার্স। পরের ম্য়াচে হোম গ্রাউন্ডে হারের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে হায়দরাবাদ। কিন্তু, ক্য়াপ্টেনকে কি পাওয়া যাবে পরের ম্য়াচে? নাকি মরসুমের মাঝেই শিবির ছাড়ছেন প্যাট? জারি জল্পনা।