BAN vs NZ: লিটনের স্পোর্টসম্যান স্পিরিটে মুগ্ধ ক্রিকেট দুনিয়া, কী করলেন তিনি?

Bangladesh vs New Zealand 2nd ODI: সোধি সেই সময় নিউজিল্যান্ড টিমের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ২৫৪ রানের টার্গেট দিয়েছে কিউয়িরা। তাতে পৌঁছতে পারত না টিম, যদি না ঈশ সোধি ৩৯ বলে ৩৫ রানের কার্যকর ইনিংস খেলেন। সোধিকে ফেরানোর জন্য ঘরের মাঠে বাংলাদেশ যে চাপে পড়ে যেতে পারে, তা যে জানতেন না লিটন, তা নয়। আসলে ক্রিকেট বারবরই খেলোয়াড়ের গল্পগাথাই শোনায়। সেই দর্শনীয় বিজ্ঞাপনের মুখ হয়ে গেলেন লিটন।

BAN vs NZ: লিটনের স্পোর্টসম্যান স্পিরিটে মুগ্ধ ক্রিকেট দুনিয়া, কী করলেন তিনি?
লিটনের স্পোর্টসম্যান স্পিরিটে মুগ্ধ ক্রিকেট দুনিয়া, কী করলেন তিনি?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 23, 2023 | 7:35 PM

ঢাকা: যে খেলাকে ‘জেন্টলম্যানস গেম’এর তাকমা দেওয়া হয়, তাতে যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে নানা অনুষঙ্গ, আশ্চর্য কী! হলও তাই। ক্রিকেট অতীতে খেলোয়াড়সুলভ মনোভাবের সর্বাঙ্গসুন্দর ছবি তুলে ধরেছে। আরও একবার তাই দেখা গেল বাইশ গজে। ভারতের মাটিতে বিশ্বকাপ (ICC World Cup 2023)। বড় টুর্নামেন্টের প্রস্তুতি সারতে বাংলাদেশে এখন ওয়ান ডে (ODI) সিরিজ খেলছে নিউজিল্যান্ড। শনিবার ছিল দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের (Bangladesh vs New Zealand) ম্যাচে দেখা গেল দারুণ দৃশ্য। যা মন ভরিয়ে দিল ক্রিকেট প্রেমীদের। এতটাই যে, ক্রিকেট দুনিয়া এখন বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাসের (Litton Das) প্রশংসায় পঞ্চমুখ। TV9Bangla Sports এ বিস্তারিত।

ঘটনা নিউজিল্যান্ডের ইনিংসের ৪৬তম ওভারে। তখন বল করছিলেন বাংদেশের পেসার হাসান মাহমুদ। নন-স্টাইকার এন্ডে ছিলেন নিউজিল্যান্ডের স্পিনার ঈশ সোধি। তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়েন। বল করতে এসে তা খেয়াল করেন হাসান। রান আউট করে দেন ঈশকে। তৃতীয় আম্পায়ার তাঁকে আউটও দেন। এমন ঘটনা তো কতই ঘটে। লিটন তখন মাঠের দুই আম্পায়ারের সঙ্গে কথা বলে সোধিকে আবার ফেরান। কিউয়ি প্লেয়ার আবার মাঠে ফিরে বাংলাদেশের উইকেট কিপার লিটনকে জড়িয়ে ধরেন। এই উষ্ণতার অর্থ অন্যরকম। ক্রিকেটে লড়াই কম নেই, জেতার তাগিদ, আগ্রাসন কম নেই। কিন্তু খেলোয়াড়চিত মনোভাব যে সব কিছুর আগে। ক্রিকেটে স্পোর্টসম্যান স্পিরিট প্রাধান্য পায়, আবার দেখা গেল।

সোধি সেই সময় নিউজিল্যান্ড টিমের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ২৫৪ রানের টার্গেট দিয়েছে কিউয়িরা। তাতে পৌঁছতে পারত না টিম, যদি না ঈশ সোধি ৩৯ বলে ৩৫ রানের কার্যকর ইনিংস খেলেন। সোধিকে ফেরানোর জন্য ঘরের মাঠে বাংলাদেশ যে চাপে পড়ে যেতে পারে, তা যে জানতেন না লিটন, তা নয়। আসলে ক্রিকেট বারবরই খেলোয়াড়ের গল্পগাথাই শোনায়। সেই দর্শনীয় বিজ্ঞাপনের মুখ হয়ে গেলেন লিটন।