Ishan Kishan: মেরা বাচ্চা হ্যায় তু… ঈশানকে দেখেই কাছে টেনে নিলেন নীতা অম্বানি

IPL 2025, MI vs SRH: ওয়াংখেড়েতে অরেঞ্জ আর্মিকে আইপিএলের (IPL) ম্যাচে ৪ উইকেটে হারিয়েছেন সূর্যকুমার যাদবরা। ওই ম্যাচ ঈশান কিষাণের (Ishan Kishan) জন্য ছিল বিশেষ। কারণ নিজের পুরনো দল মুম্বইয়ের বিরুদ্ধে এই মরসুমে প্রথম বার কমলা জার্সিতে নেমেছিলেন ঈশান।

Ishan Kishan: মেরা বাচ্চা হ্যায় তু... ঈশানকে দেখেই কাছে টেনে নিলেন নীতা অম্বানি
মেরা বাচ্চা হ্যায় তু... ঈশানকে দেখেই কাছে টেনে নিলেন নীতা অম্বানিImage Credit source: PTI

Apr 18, 2025 | 3:28 PM

কলকাতা: হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স জয়ের সারণিতেই আছে। ওয়াংখেড়েতে অরেঞ্জ আর্মিকে আইপিএলের (IPL) ম্যাচে ৪ উইকেটে হারিয়েছেন সূর্যকুমার যাদবরা। ওই ম্যাচ ঈশান কিষাণের (Ishan Kishan) জন্য ছিল বিশেষ। কারণ নিজের পুরনো দল মুম্বইয়ের বিরুদ্ধে এই মরসুমে প্রথম বার কমলা জার্সিতে নেমেছিলেন ঈশান। ৩ বলে ২ রান করে মাঠ ছাড়েন। পুরনো দলের বিরুদ্ধে চলেনি ঈশানের ব্যাট। তবে তিনি এখনও মুম্বই দলের ক্রিকেটার ও মালকিনের বেশ পছন্দের পাত্র। ম্যাচের শেষে মিলেছে তার প্রমাণ।

ওয়াংখেড়েতে মুম্বই-হায়দরাবাদ ম্যাচের শেষে দেখা যায়, মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা অম্বানি কথা বলছেন হায়দরাবাদের উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণের সঙ্গে। নীতার হাসিমুখ বলে দিচ্ছিল, তিনি ঈশানকে দেখে খুশি। তাঁদের ওই কথোপকথনের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সেখানে এক এক্স ব্যবহারকারী কমেন্টে লেখেন, ‘মেরা বাচ্চা হ্যায় তু ঈশান, মেরা বাচ্চা হ্যায় তু।’

দীর্ঘদিন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ঈশান কিষাণ। যার ফলে মুম্বইয়ের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঈশানের সম্পর্ক ভালোই। তবে এ বারের আইপিএলের আগে ঈশানকে রিটেন করেনি মুম্বই ইন্ডিয়ান্স। সেখান থেকেই ঈশানকে নিয়ে ক্রিকেট মহলে হয়েছে নানা চর্চা। তাই মুম্বই-হায়দরাবাদ ম্যাচের শেষে ঈশান ও নীতার কথোপকথনের যে ছবি ভাইরাল হয়েছে, তাতে এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের সিক্রেট এজেন্ট।’

নেটিজ়েনদের একাংশ ঈশান-নীতার ছবি দেখে একাধিক নেতিবাচক মন্তব্য যেমন করেছেন, তেমনই পজিটিভ কমেন্টও কেউ কেউ করেছেন। এক্সে তাঁদের ভাইরাল ছবিতে একজন কমেন্ট করেন, ‘ঈশান কিষাণকে কত্ত ভালোবাসেন নীতা অম্বানি।’

এখনও ঈশান মুম্বইয়ের টিম ম্যানেজমেন্ট ও দলের ক্রিকেটারদের মন থেকে মুছে যাননি। তাই তো ম্যাচ শেষে ঈশানকে দেখে তাঁর সঙ্গে হাসিমুখে কথা বলেছেন এমআইয়ের মালকিন নীতা অম্বানি। যে কারণে সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল। ৭ বছর মুম্বইতে খেলেছেন ঈশান। যার ফলে দলের সঙ্গে তাঁর একটা আলাদা বন্ডিংও রয়েছে।