Shubman Gill : ‘শার্টটা নিয়ে ওয়েস্ট ইন্ডিজে আসবে…’ , শুভমনকে কেন এ কথা বললেন ঈশান?

চলতি জুনের ১৬ তারিখ প্যারিসের জনপ্রিয় ক্লাব পিএসজির ঘরের মাঠ প্রিন্সেস স্টেডিয়ামে গিয়েছিলেন গিল। সেখানে তাঁকে একটি গিল লেখা ৭ নম্বরের জার্সি উপহার দেয় পিএসজি। সেই জার্সি হাতে এ বার একটি ভিডিয়ো শেয়ার করেছেন শুভমন। তাতে মজার কমেন্ট করেছেন তাঁর সতীর্থ ঈশান কিষাণ।

Shubman Gill : 'শার্টটা নিয়ে ওয়েস্ট ইন্ডিজে আসবে...' , শুভমনকে কেন এ কথা বললেন ঈশান?
'শার্টটা নিয়ে ওয়েস্ট ইন্ডিজে আসবে...' , শুভমনকে কেন এ কথা বললেন ঈশান?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2023 | 7:30 AM

নয়াদিল্লি : WTC ফাইনালের পর প্রেমের শহর প্যারিসে ছুটি কাটিয়েছেন শুভমন গিল (Shubman Gill)। ভারতের তরুণ তুর্কি প্যারিস ট্রিপে পৌঁছে গিয়েছিলেন লিওনেল মেসির পুরনো ক্লাব পিএসজিতে (PSG)। চলতি জুনের ১৬ তারিখ প্যারিসের জনপ্রিয় ক্লাব পিএসজির ঘরের মাঠ প্রিন্সেস স্টেডিয়ামে গিয়েছিলেন গিল। সেখানে তাঁকে একটি গিল লেখা ৭ নম্বরের জার্সি উপহার দেয় পিএসজি। সেই জার্সি হাতে এ বার একটি ভিডিয়ো শেয়ার করেছেন শুভমন। তাতে মজার কমেন্ট করেছেন তাঁর সতীর্থ ঈশান কিষাণ (Ishan Kishan)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এর আগে পিএসজির পক্ষ থেকে টুইটারে তাদের হোম গ্রাউন্ডে শুভমন গিলের যাওয়ার খবর জানানো হয়েছিল। সেই সময় ৭ নম্বর জার্সি হাতে গিলের একটি ছবি ও তাঁর একটি ভিডিয়ো তুলে ধরেছিল নেইমারদের ক্লাব। এ বার ইন্সটাগ্রামে শুভমন গিল যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে, তিনি পিএসজির ঘরের মাঠ ঘুরে ফিরে দেখছেন। নেইমার-এমবাপেদের ড্রেসিংরুমেও ঢুকে পড়েছিলেন গিল। সেখানে ফুটবলারদের জার্সি সাজানো ছিল সারি দিয়ে। সেই রুমেই ছিল তাঁর নামের বিশেষ জার্সিটি। সেটি তুলে হাসিমুখে পোজ দেন শুভমন।

ওই ভিডিয়োটিতে ঈশান কিষাণ কমেন্ট এক মজার কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, ‘ভাই শার্টটা নিয়ে ওয়েস্ট ইন্ডিজে আসবে। একেবারে ভুলবে না।’ আসলে শুভমন আর ঈশান দু’জনই একে অপরের খুব ভালো বন্ধু। মাঠ হোক বা মাঠের বাইরে তাঁদের একাধিক সময় খুনসুটি করতে দেখা যায়। এমনকি তাঁরা বিভিন্ন সফরে একে অপরের সঙ্গে রুমও শেয়ার করেন। এ বার গিলের কাছে পিএসজির শার্টটি নেওয়ার আবদার করে বসলেন ঈশান। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। তাতে জায়গা পেয়েছেন গিল, ঈশান দু’জনই। এ বার দেখার ক্যারিবিয়ান সফরে কেমন পারফর্ম করেন এই দুই ক্রিকেটার।