Ishan Kishan IPL 2025 Auction: জোরালো লড়াই করল না মুম্বই, ‘ঘরছাড়া’ ঈশান কিষাণ

Nov 24, 2024 | 10:24 PM

Ishan Kishan Auction Price: ওই মরসুম শুরুর আগে মুম্বই ১৫.২৫ কোটি টাকায় রিটেন করে তাঁকে। সে বার যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় সর্বাধিক মূল্যবান ভারতীয় ক্রিকেটার হন ঈশান। ঠিক ২০২৩ এর আইপিএলের আগেও মুম্বই তাঁকে ১৫.২৫ কোটিতে রিটেন করে।

Ishan Kishan IPL 2025 Auction: জোরালো লড়াই করল না মুম্বই, ঘরছাড়া ঈশান কিষাণ
ঈশান কিষাণ

Follow Us

কলকাতা: আইপিএলের মেগা নিলামে (IPL 2025 Mega Auction) বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের উপর যে কোটি কোটি টাকার বৃষ্টি হবে, তা নিয়ে বহুবার বলাবলি হয়েছে ক্রিকেট মহলে। যে সময় রিটেনশন তালিকা প্রকাশিত হল, তাতে মুম্বই ইন্ডিয়ান্স যখন ঈশান কিষাণকে (Ishan Kishan) রিটেন করেনি তারপর থেকেই সকলে বলাবলি শুরু করেন ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটারকে নিয়ে নিলামে ধুন্ধুমার লড়াই হবে। তেমনটা সকল ক্রিকেট প্রেমীদের জানাই ছিল। আর নিলাম টেবিলে সেটাই হয়েছে ঈশানের জন্য। তবে মুম্বই ইন্ডিয়ান্স দ্রুতই দান ছেড়ে দেয়। সেটা অবাক করার মতোই ঘটনা। মুম্বইয়ের অন্য়তম সম্পদ ছিলেন এই কিপার ব্যাটার। তাঁকে মুম্বইয়ের ঘরের ছেলেও বলা যায়। কিন্তু ২৬ বছরের ঈশানকে দলে নেওয়ার জন্য নিলাম টেবিলে কার্যত লড়াই হল দিল্লি, পঞ্জাব ও সানরাইজার্সের। শেষ অবধি ১১.২৫ কোটিতে সানরাইজার্স তাঁকে নেয়। 

২০১৩ সাল থেকে ঝাড়খণ্ডের জার্সিতে ঘরোয়া ক্রিকেটে খেলেন ঈশান। আইপিএলের আঙিনায় পা রাখেন ২০১৬ সালে। গুজরাট লায়ন্স টিমের হয়ে আইপিএলে প্রথম খেলা ঈশানের। পরের বছরটাও ওই টিমেই কাটান তিনি। গুজরাটে প্রথম মরসুমটায় তিনি ৫ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। পরের বছর খেলেন ১১টা ম্যাচ। এরপর ২০১৮ সালের আইপিএলের নিলামে তাঁকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। সেবার ১৪৯.৪৫ স্ট্রাইকরেটে ১৪টা ম্যাচে ২৭৫ রান করেন ঈশান। পরের মরসুমটা আবার ভালো যায়নি তরুণ উইকেটকিপার ব্যাটারের। ২০১৯ এর আইপিএলে ৭ ম্যাচে মাত্র ১০১ রান করেন তিনি। পরের মরসুমে দুরন্ত কামব্যাক করেন। ২০২০ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বাধিক রান করেন ঈশান (১৪ ম্যাচে ৫১৬ রান)। 

২০২১ সালের আইপিএলটা আবার আশানুরূপ কাটেনি ঈশানের। ১০ ম্যাচে মাত্র ২৪১ রান। ২২-এর আইপিএলে আবার ব্যাট হাতে মেজাজে দেখা যায় ঈশানকে। সেই মরসুমে ১৪ ম্যাচে ৪১৮ রান করেন। ওই মরসুম শুরুর আগে মুম্বই ১৫.২৫ কোটি টাকায় রিটেন করে তাঁকে। সে বার যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় সর্বাধিক মূল্যবান ভারতীয় ক্রিকেটার হন ঈশান। ঠিক ২০২৩ এর আইপিএলের আগেও মুম্বই তাঁকে ১৫.২৫ কোটিতে রিটেন করে। এই মরসুমে তাঁর ব্যাটে ১৫ ম্যাচে আসে ৪৫৪ রান। গত আইপিএলের আগে তাঁকে ধরে রাখে এমআই। কিন্তু এ বার সেটা করেনি ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। যার ফলে নিলামে উঠলেন ঈশান। এবং গেলেন সানরাইজার্স হায়দরাবাদ টিমে। এ বার দেখার ১৮তম আইপিএলে তিনি কেমন পারফর্ম করেন। 

Next Article