Ishan Kishan : WTC-তে সুযোগ না পেয়ে দলীপ ট্রফি থেকে নাম প্রত্যাহার, টেস্ট খেলতে চান না ঈশান?
২৪ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ লাল বলের ফরম্যাটে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ ছেড়ে দিয়েছেন।
কলকাতা: ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) জন্য ১৫ সদস্যের স্কোয়াডে ঈশান কিশানকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু প্লেয়িং ইলেভেনে সুযোগ পাননি তিনি। ঈশান কিষাণ (Ishan Kishan) বর্ডার গাভাসকর ট্রফির স্কোয়াডেও ছিলেন। কিন্তু একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। সেই জায়গায় কেএস ভরতকে দুই খানেই খেলায় ভারত। কিন্তু অন্ধ্রপ্রদেশের এই কিপার আহামরি পারফরম্যান্স দিতে পারেননি। এমন পরিস্থিতিতে শ্রীকর ভরতকে নিয়েও প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে দল থেকে বাদ দেওয়া হতে পারে এবং তাঁর জায়গায় ঈশান কিশানকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। কিন্তু এসবের মাঝেই নিজের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছেন ঈশান। দলীপ ট্রফিতে খেলতে অস্বীকার করেছেন তিনি। বিস্তারিত রইল Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, ২৪ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার লাল বলের ফরম্যাটে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ ছেড়ে দিয়েছেন। পূর্বাঞ্চলের নির্বাচন কমিটির সদস্য বলেছেন, জোনাল সিলেকশন কমিটিকে তাঁরা জিজ্ঞাসা করেছিলেন যে ঈশান কিষাণকে নেওয়া যায় কিনা। কিন্তু পরে জানা যায় এই টুর্নামেন্ট খেলতে রাজি হননি ঈশান। এরপর নতুন অধিনায়ক করা হয় বাংলার ওপেনার অভিমন্যু ইশ্বরনকে। ঈশান সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর চোট বা অন্য কোনও সমস্যা নেই। শুধুমাত্র দলীপ ট্রফিতে তাঁর খেলার ইচ্ছে নেই।
২০২১ সালে টিম ইন্ডিয়ার হয়ে টি-২০ অভিষেক হয় ঈশানের। ইংল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেছিলেন। ততদিনে ৪৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ফেলেছেন। ৩৮.৭৬ গড়ে ২৯৮৫ রান। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দলীপ ট্রফি খেললে হয়তো আত্মবিশ্বাস পেতেন। এই সুযোগে টেস্ট দলেও জায়গাও নিশ্চিত করতে পারতেন। ঈশান কি তাহলে টেস্ট ফরম্যাটে খেলতে চান না? প্রশ্ন উঠছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি আদৌ দলে সুযোগ পাবেন কিনা।