Ishan Kishan: ‘স্বপ্ন ছিল সাদা জার্সিতে সেঞ্চুরি, হাফসেঞ্চুরি করব’, স্বপ্নপূরণের পর কী বললেন ঈশান?

IND vs WI, 2nd Test: এ বারের ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ২ টেস্টে ভারতীয় দলে তিন ক্রিকেটারের অভিষেক হয়েছে। ডমিনিকায় টেস্টে অভিষেক হয়েছিল যশস্বী জয়সওয়াল ও ঈশান কিষাণের (Ishan Kishan)। আর তারপর ত্রিনিদাদ টেস্টে টিম ইন্ডিয়ায় (Team India) ডেবিউ হয় মুকেশ কুমারের।

Ishan Kishan: 'স্বপ্ন ছিল সাদা জার্সিতে সেঞ্চুরি, হাফসেঞ্চুরি করব', স্বপ্নপূরণের পর কী বললেন ঈশান?
'স্বপ্ন ছিল সাদা জার্সিতে সেঞ্চুরি, হাফসেঞ্চুরি করব', স্বপ্নপূরণের পর কী বললেন ঈশান?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2023 | 1:10 PM

ত্রিনিদাদ: যে কোনও ক্রিকেটার স্বপ্ন দেখেন সাদা জার্সি গায়ে চাপিয়ে দেশের হয়ে খেলার। এ বারের ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ২ টেস্টে ভারতীয় দলে তিন ক্রিকেটারের অভিষেক হয়েছে। ডমিনিকায় টেস্টে অভিষেক হয়েছিল যশস্বী জয়সওয়াল ও ঈশান কিষাণের (Ishan Kishan)। আর তারপর ত্রিনিদাদ টেস্টে টিম ইন্ডিয়ায় (Team India) ডেবিউ হয় মুকেশ কুমারের। অভিষেক টেস্টে ব্যাট হাতে নজর কাড়তে পারেননি টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ। কিন্তু দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পেরেছেন। ৩৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ঈশান। প্রথম টেস্ট হাফসেঞ্চুরির পর কী বললেন ঈশান? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আইপিএলের মঞ্চে ঈশান কিষাণের অনেক নাম হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি। ডমিনিকায় তাঁর টেস্টে খেলার স্বপ্নপূরণ হয়েছে। কেরিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম হাফসেঞ্চুরি করার পর এই অভিজ্ঞতা নিয়ে ঈশান বলেন, ‘আমার বরাবরের স্বপ্ন ছিল সাদা জার্সিতে সেঞ্চুরি, হাফসেঞ্চুরি করব। বিধ্বংসী ব্যাট করব। সেই স্বপ্ন আজ কিছুটা হলেও পূরণ হয়েছে। আমার পরিবারকে ধন্যবাদ সব সময় আমার পাশে থাকার জন্য। যে জায়গায় পৌঁছেছি, তার জন্য ওরা আমাকে সব সময় সমর্থন করেছে।’

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৪ বলে ৫২ রানে অপরাজিত ইনিংস খেলেছেন ঈশান কিষাণ। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এ বার পঞ্চম দিনে ঈশানকে ভালো করে কিপিং করতে হবে। তিনি নিজেও তেমনটাই মনে করেন। উইকেটের পিছন থেকে তিনি বোলারদের প্রতিনিয়ত কোন লাইন, লেন্থে বল করা দরকার তা বলতে থাকেন। এই নিয়ে ঈশান বলেন, ‘আমাদের দলে বেশ কিছু সিনিয়র প্লেয়ার রয়েছে। ওরা পরামর্শ দেয় বোলারদের। ওয়েস্ট ইন্ডিজ ভালো ব্যাট করছে। একটা পার্টনারশিপ হয়ে গেলে চাপ হতে পারে। আমাদের দ্রুত উইকেট নিতে হবে। টেস্ট ক্রিকেটে চতুর্থ দিনের পিচে আমাদের টার্গেট ছিল যত তাড়াতাড়ি সম্ভব বেশি রান করে ওদের ছেড়ে দেওয়া। আমাদের বোলাররা প্রথম ইনিংসে ভালো বোলিং করেছে। ওদের উপর ভরসা আছে।’

উল্লেখ্য, পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্ট জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ৩৬৫ রানের টার্গেট দিয়েছে রোহিত শর্মার ভারত। চতুর্থ দিনের শেষ অবধি ২টি উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের ম্যাচ জিতে সিরিজ ড্র করার জন্য শেষ দিনে তুলতে হবে ২৮৯ রান। আর ভারতের সিরিজ জয়ের জন্য চাই ৮ উইকেট।