Ishan Kishan: এ কেমন আউট! হঠাৎ মাঠ ছাড়লেন ঈশান, আম্পায়ার-বোলার হতবাক; জোর জল্পনা শুরু

SRH vs MI, IPL 2025: উপ্পলে অবাক করা ঘটনা। আম্পায়ার ইঙ্গিত না দেওয়ার আগেই মাঠ ছাড়ার পথে পা বাড়ান ঈশান কিষাণ। তিনি ছিলেন না আউট। তা হলে কেন মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিলেন? প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারের এ হেন আচরণ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

Ishan Kishan: এ কেমন আউট! হঠাৎ মাঠ ছাড়লেন ঈশান, আম্পায়ার-বোলার হতবাক; জোর জল্পনা শুরু
Ishan Kishan: এ কেমন আউট! হঠাৎ মাঠ ছাড়লেন ঈশান, আম্পায়ার-বোলার হতবাক; জোর জল্পনা শুরুImage Credit source: X/SCREEN GRAB

Apr 23, 2025 | 8:18 PM

কলকাতা: একটা ভুল সিদ্ধান্ত। আর হঠাৎ করেই সকলের ‘বিষ’ নজরে ঈশান কিষাণ (Ishan Kishan)। বিষয়টা একটু পরিষ্কার করা যাক। আইপিএলের চলতি মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলতে দেখা যাচ্ছে ঈশানকে। ওয়াংখেড়েতে মুম্বই ও হায়দরাবাদ যে দিন মুখোমুখি হয়েছিল, ঈশান ভালো পারফর্ম করতে পারেননি। এ বার নিজেদের ঘরের মাঠেও একই অবস্থা ঈশানের। পারফর্ম তো করতে পারলেন না, সঙ্গে রয়েছে আরও একটা বিষয়। আম্পায়ার ইঙ্গিত না দেওয়ার আগেই মাঠ ছাড়ার পথে পা বাড়ান ঈশান। তিনি ছিলেন না আউট। তা হলে কেন মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিলেন? প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারের এ হেন আচরণ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

ঘটনাটি ঠিক কী? ৪ বলে ১ রানে ফিরেছেন ঈশান। এই ইনিংস বড় হতেই পারতেন, যদি ঈশান চাইতেন। হ্যাঁ এমনটাই বলতে হচ্ছে। কারণ, ২.১ ওভারে দীপক চাহারের ডেলিভারির পরই ঈশান নিজে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন। ফিল্ড আম্পায়ার বিনোদ সেশান ওয়াইড দিতে যাচ্ছিলেন। সেই সময় ঈশান মাঠ ছাড়ার জন্য এগিয়ে যেতে থাকেন। বোলার দীপক চাহার ও উইকেটকিপার রায়ান রিকলটন আম্পায়ারের কাছে ঈশানের উইকেটের আবেদন জানাননি। ফিল্ড আম্পায়ার হঠাৎ ঈশানকে বেরিয়ে যেতে দেখে চমকে যান। এবং ধীরে ধীরে হাত তুলে আউটের সিগন্যাল দেন।

এরপর স্নিকোতে দেখা যায়, ব্যাটে-বলে কোনও স্পর্শই হয়নি। অর্থাৎ ঈশান আউট ছিলেন না। রিপ্লেতে দেখা যায় আম্পায়ারকে দীপক চাহার বলেন, ‘আওয়াজই তো পাইনি।’ পাশাপাশি মুম্বইয়ের ক্রিকেটাররা ঈশানের মাথায় টোকা দিতে থাকেন। পুরো বিষয়টায় একাধিক ক্রিকেটপ্রেমী ক্ষুব্ধ।

মুম্বই ইন্ডিয়ান্সে দীর্ঘ ৭ বছর থাকার পর অরেঞ্জ আর্মিতে কতটা মানিয়ে নিয়েছেন ঈশান? এই নিয়ে উঠছে প্রশ্ন। ঈশানের মাঠ ছাড়ার অবাক সিদ্ধান্ত দেখে নেটিজ়েনদের অনেকে বলাবলি করছেন, ঈশান এখনও হয়তো মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই খেলেন। পাশাপাশি ঈশানকে অনেকেই বলছেন, ‘ফিক্সার’ (ম্যাচ গড়াপেটা যে করে)।