India World Record: ছয় মারার রেকর্ড! ১৪৭ বছরের ইতিহাসে প্রথম ভারত

Oct 18, 2024 | 10:40 PM

India vs New Zealand 1st Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানেই অলআউট হয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে এখনও অবধি বিধ্বংসী ব্যাটিং। আর এতেই রেকর্ড।

India World Record: ছয় মারার রেকর্ড! ১৪৭ বছরের ইতিহাসে প্রথম ভারত
Image Credit source: PTI

Follow Us

টেস্ট ক্রিকেটে ১৪৭ বছরের ইতিহাসে প্রথম ভারত! টেস্টে বছরে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ছিল ইংল্যান্ডের। তাদের বাজ়বল স্টাইল আসার পরই এই রেকর্ড হয়েছিল। ভারত আগেই সেই রেকর্ড ভেঙেছিল। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিধ্বংসী ব্যাটিং করেছিল ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানেই অলআউট হয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে এখনও অবধি বিধ্বংসী ব্যাটিং। আর এতেই রেকর্ড।

ইংল্যান্ড ক্রিকেট টিম ২০২২ সালে এক ক্যালেন্ডার বর্ষে ৮৯টি ছয় মেরেছিল। বাংলাদেশ সিরিজেই সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছিল ভারত। লক্ষ্য ছিল ছয় মারার সেঞ্চুরির দিকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে তা সম্ভব হয়নি। দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী ব্যাটিং করেছেন রোহিত, যশস্বী, সরফরাজ ও বিরাট কোহলি। তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান তুলে নিয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই ৫টি ছয় মেরেছে ভারত। সব মিলিয়ে এ বছর ১০২টি ছয় মেরেছে ভারত। বিশ্বের প্রথম দল হিসেবে টেস্টে এক ক্যালেন্ডার বর্ষে সেঞ্চুরির রেকর্ড ভারতের।

এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ছয়

ভারত ১০২* (২০২৪)

ইংল্যান্ড-৮৯ (২০২২)

ভারত ৮৭ (২০২১)

নিউজিল্যান্ড ৮১ (২০১৪)

নিউজিল্যান্ড ৭১ (২০১৩)

ইংল্যান্ড ৬৮* (২০২৪)

Next Article