
ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যাশিত ভাবেই ক্যাপ্টেন করা হয়েছে শুভমন গিলকে। ১৮ সদস্যের টিমে নানা নতুন মুখ। বর্ডার-গাভাসকর ট্রফির মাঝেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলির মতো দুই কিংবদন্তি। দেশে ফিরে রঞ্জি ট্রফিতেও খেলেছিলেন তাঁরা। হঠাৎই কিছুদিন আগে পর পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানান রোহিত শর্মা এবং বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল। যদিও বিরাটের অবসর সকলকে চমকে দিয়েছে। এ বার নির্বাচক প্রধানও বারবার বিরাট কোহলি প্রশ্নে ঘাবরে গেলেন।
মুম্বইতে দল নির্বাচনী বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। সঙ্গে ছিলেন নির্বাচন কমিটির সদস্য শিবসুন্দর দাসও। বিরাট কোহলির হঠাৎ অবসর কেন? এমন প্রশ্নে অস্বস্তিতে পড়লেন নির্বাচক প্রধান। বারবার ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’ বলেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে প্রশ্ন উঠছেই। বিরাট যদিও অবসরই নেবেন, অস্ট্রেলিয়া থেকে ফিরে রঞ্জি ট্রফিতে কেন নামলেন?
বিরাটের অবসর প্রসঙ্গে অজিত আগরকর বলেন, ‘কেউ অবসর নিলে দলে বড় গ্যাপ তৈরি হয়। অশ্বিনও অবসর নিয়েছে। ওই তিনজন ভারতীয় ক্রিকেটের বড় ব্যক্তিত্ব। ওদের জায়গা পূরণ করা সবসময়ই কঠিন। তবে অন্য দিক থেকে দেখলে, এটা নতুনদের কাছে সুযোগ।’ রোহিত শর্মা এবং বিরাট কোহলি, দু-জনের সঙ্গেই তাঁর কথা হয়েছে, এমনই জানালেন নির্বাচক প্রধান। কিন্তু সিদ্ধান্ত নিলেন নাকি বিরাটরা সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন?
বিরাটের সঙ্গে কথা প্রসঙ্গে অজিত আগরকর বলেন, ‘এপ্রিলের শুরুতেই বিরাটের সঙ্গে কথা হয়। ও সবসময়ই দুশো শতাংশ দেওয়ার চেষ্টা করেছে। ওর মনে হয়েছিল, ক্রিকেটকে ওর যা দেওয়ার দিয়ে ফেলেছে। ও যদি নিজের মান ধরে রাখতে না পারে, সরে যাওয়াই ভালো। সিদ্ধান্তটা ওরই। এই সিদ্ধান্তকে সম্মান জানাতেই হবে। ওরা সেই সম্মানটার যোগ্য।’ বারবার যদিও প্রশ্ন ওঠে, বিরাটে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন। বোর্ডের তরফে কি বলা হয়েছিল? নির্বাচক প্রধান অবশ্য় সেই ‘ব্যক্তিগত’ সিদ্ধান্তই বলে গেলেন।