Nitish Rana: KKR রিটেইন করবে? নীতীশ রানা বললেন, ‘আমার কাছে কোনও ফোন আসেনি…’

Oct 08, 2024 | 5:18 PM

IPL, KKR: ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলছেন রানা। পঁচিশের আইপিএলে কি তাঁকে বেগুনি-সোনালি জার্সিতে খেলতে দেখা যাবে? তিনি খেলতে চান এই টিমেই। আর কেকেআর কি তাঁকে রাখার কথা ভাবছে? এই নিয়ে কী বললেন রানা?

Nitish Rana: KKR রিটেইন করবে? নীতীশ রানা বললেন, আমার কাছে কোনও ফোন আসেনি...
Nitish Rana: KKR রিটেইন করবে? নীতীশ রানা বললেন, 'আমার কাছে কোনও ফোন আসেনি...'
Image Credit source: X

Follow Us

কলকাতা: বছর শেষে আইপিএলের মেগা নিলাম। কেকেআর এই আইপিএলের বড় নিলামের আগে কাদের রিটেইন করবে? এই নিয়ে বিস্তর আলোচনা চলছে ক্রিকেট মহলে। কখনও উঠে আসছে রিঙ্কু সিংয়ের নাম। কখনও আবার ভাসছে সুনীল নারিন, শ্রেয়স আইয়ারদের নাম। কিং খানের টিম এখনও অফিসিয়ালি ঘোষণা করেনি, মেগা নিলামের আগে কাদের ধরে রাখবে। এই আবহে নাইট টিমের পুরনো সদস্য নীতীশ রানাকে (Nitish Rana) প্রশ্ন করা হয় আইপিএলে রিটেনশন নিয়ে। সেই ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলছেন রানা। পঁচিশের আইপিএলে (IPL) কি তাঁকে বেগুনি-সোনালি জার্সিতে খেলতে দেখা যাবে? তিনি খেলতে চান এই টিমেই। আর কেকেআর কি তাঁকে রাখার কথা ভাবছে? এই নিয়ে কী বললেন রানা?

আইপিএলে নাইট টিমে কি তাঁকে রিটেইন করা হবে? এই প্রশ্নের উত্তরে নীতীশ রানা বলেন, ‘আমি গত ৭ বছর ধরে কেকেআরের হয়ে খেলছি। আমাকে রিটেইন করা হবে কিনা, সেটা আমার হাতে নেই। পুরোটাই নির্ভর করছে কেকেআর টিম ম্যানেজমেন্টের উপর। ওরা সিদ্ধান্ত নেবে। আমি এখনও কোনও ফোন পাইনি। প্রতি বছর আমি কেকেআরের হয়ে রান করেছি। যদি কেকেআর আমাকে সম্পদ মনে করে, তা হলে রিটেইন করবে। আমি কেকেআরের হয়ে খেলতে চাই।’

ভারতীয় টিমে কামব্যাক নিয়ে প্রশ্ন করা হলে রানা বলেন, ‘আজকাল যে ধরনের টুর্নামেন্ট হচ্ছে, তাতে প্রথম শ্রেণির ক্রিকেট হোক বা আইপিএল তোমাকে প্রতি ফর্ম্যাটে এবং টুর্নামেন্টে রান করতে হবে। আমি শক্তিশালী হয়ে কামব্যাক করার অপেক্ষায় রয়েছি।’

এই খবরটিও পড়ুন

লাল বলের ক্রিকেটে প্রস্তুতি নিয়ে নীতীশ রানা বলেন, ‘কোভিডের সময় ২ বছর ধরে ঘরোয়া ক্রিকেটে লাল বলের খেলা ছিল না। তাই আমি সাদা বলের ক্রিকেটে ফোকাস করেছিলাম। এখন আমার ফোকাস বদলেছে। আমার প্রিয় লাল বলের ক্রিকেট। এবং আমি সেখানে বেশি রান করতে চাই।’

Next Article