Umran Malik: ভাঙা মন নিয়ে নাইট শিবিরে কাশ্মীরি স্পিডস্টার

Pahalgam Terrorist Attack: কাশ্মীরের বোলার নজর কেড়েছিলেন ধীরে ধীরে। আপাতত মন ভালো নেই উমরানের। পহেলগাঁওয়ের ঘটনায় মন ভেঙে তছনছ কাশ্মীরের তারকা ক্রিকেটারের।

Umran Malik: ভাঙা মন নিয়ে নাইট শিবিরে কাশ্মীরি স্পিডস্টার
Umran Malik: ভাঙা মন নিয়ে নাইট শিবিরে কাশ্মীরি স্পিডস্টার Image Credit source: OWN ARRANGEMENT

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 24, 2025 | 7:16 PM

কলকাতা: চোটের জন্য চলতি আইপিলের শুরুতে ছিটকে গিয়েছিলেন নাইট সংসার থেকে। তাঁর জায়গায় অজিঙ্ক রাহানের দলে এসেছিলেন চেতন সাকারিয়া। এ বার ফের ফিট হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন কাশ্মীরের স্পিডস্টার উমরান মালিক। কলকাতা নাইট রাইডার্সের সংসারে যোগ দিয়েছেন গতির ঝড় তোলা কাশ্মীরের বোলার উমরান। এক সময় তাঁর বলের গতিবেগ ছিল ১৫০ কিমি প্রতি/ঘন্টা। তা নিয়ে হইচই কম হয়নি। কাশ্মীরের বোলার নজর কেড়েছিলেন ধীরে ধীরে। আপাতত মন ভালো নেই উমরানের। পহেলগাঁওয়ের ঘটনায় মন ভেঙে তছনছ কাশ্মীরের তারকা ক্রিকেটারের। মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। এই হত্যালীলায় বুকে কষ্ট নিয়ে বিষাদভরা বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন উমরান।

উমরান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘পহেলগাঁওয়ে হৃদয়বিদারক দৃশ্য। নিরীহ জীবনগুলো চলে গেল সন্ত্রাসবাদী হামলায়। কোনও শব্দই এই হামলার সমালোচনার জন্য যথেষ্ট নয়। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের ও তাঁদের পরিবারের জন্য সমবেদনা। শান্তি সবসময়ই ঘৃণার ওপর বিরাজ করবে…।’

কাশ্মীরের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান উমরান। বাবা ছিলেন ফল বিক্রেতা। সেখান থেকে নিজেকে ধীরে ধীরে স্পিডস্টার হিসেবে তৈরি করা। ভারতীয় দলের হয়ে খেলেছেন ১০টি একদিনের ও ৮টি টি ২০ ম্যাচ। আন্তর্জাতিক স্তরে রয়েছে ২৪টি উইকেট। এ বার চোট সারিয়ে ফের মাঠে নামার চেষ্টা উমরানের। তবে মাঠে নামার আগে পহেলগাঁওয়ের ঘটনা মন ভেঙে তছনছ করে দিয়েছে।

আইপিএলে এ বার ছিটকে গিয়েও কেকেআরের সঙ্গে থেকে গেলেন উমরান। চোটের জন্য যেহেতু উমরানের পরিবর্ত প্লেয়ার নেওয়া হয়ে গিয়েছে, তাই তিনি এ বারের আইপিএলে কেকেআরের হয়ে আর খেলবেন না। সূত্রের খবর, মরসুমের শেষ অবধি তিনি নাইট শিবিরের সঙ্গে থাকবেন। যাতে কেকেআরের ব্যাটাররা পেসের সঙ্গে মানিয়ে নিতে পারেন। বাকি থাকা মরসুমে যাতে পেসারদের বিরুদ্ধে আর রাহানেরা যাতে চাপে না পড়েন, সেই প্রস্তুতিটা উমরানের সঙ্গে নেটে সময় কাটিয়ে করতে পারবেন।