AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Watch Video: মিলে কাটা পড়েছে দু’হাত, তবুও ক্রিকেটে নতুন আমিরগাথা

Para Cricket: ৩৪ বছর বয়সী আমির হুসেন ২০১৩ সাল থেকে প্যারা ক্রিকেটের সঙ্গে যুক্ত। তিনি কাঁধ ও ঘাড়ের সাহায্যে ব্যাট করেন আর পা দিয়ে বল করেন। আমির জানান, ক্রিকেট খেলার জন্য তিনি সর্বত্র প্রশংসা পেয়েছেন। কঠোর পরিশ্রম করে তিনি ক্রিকেটের সমস্ত স্কিল রপ্ত করেছেন। বর্তমানে তিনি জম্মু ও কাশ্মীরের প্যারা ক্রিকেট দলের অধিনায়ক।

Watch Video: মিলে কাটা পড়েছে দু'হাত, তবুও ক্রিকেটে নতুন আমিরগাথা
মিলে কাটা পড়েছে দু'হাত, তবুও ক্রিকেটে নতুন আমিরগাথা
| Updated on: Jan 12, 2024 | 7:12 PM
Share

অনন্তনাগ, জম্মু-কাশ্মীর: জীবনের সকল প্রতিবন্ধকতাকে ফেলে রেখে ক্রিকেটের প্রতি প্রেম তাঁর দেখার মতো। শৈশবেই দুটো হাত হারিয়ে ফেলেন জম্মু ও কাশ্মীরের আমির হুসেন লোন (Amir Hussain Lone)। কিন্তু ২টো হাত না থাকাও তাঁর ক্রিকেট খেলায় কোনও বাধা সৃষ্টি করতে পারেনি। কাঁধ ও ঘাড়ের মাধ্যমে ব্যাট ধরেন আমির হুসেন। অনেকেই ভাবতে পারেন, এও আবার সম্ভব নাকি? হ্যাঁ এভাবেও ক্রিকেট খেলা যায়। আর দীর্ঘদিন তা করে দেখাচ্ছেন কাশ্মীরের প্যারা ক্রিকেটার (Para Cricket) আমির হুসেন লোন। মাত্র ৮ বছর বয়সে বাবার মিলে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন আমির। তাতে ২টো হাত বাদ যায় তাঁর। কিন্তু তাঁর ক্রিকেট খেলার দক্ষতা এক কোচের নজর কাড়ে। তিনিই তাঁকে পরামর্শ দেন ক্রিকেটকেই পেশায় পরিণত করার। সেই পরামর্শ কাজে লাগান আমির। আর ফিরে তাঁকাতে হয়নি তাঁকে।

দুটো হাত নেই, কিন্তু কখনও আমির হুসেনের ক্রিকেট প্রেম দমেনি। সংবাদ সংস্থা এএনআইকে আমির হুসেন লোন বলেন, ‘ওই দুর্ঘটনার পরও আমি আশা হারাইনি। সব সময় কঠোর পরিশ্রম করে গিয়েছি। আমি নিজে থেকে সব কিছু করতে পারি। আমি কারও ওপর নির্ভরশীল নই। আমার দুর্ঘটনার পর কেউ আমাকে সাহায্য করেননি। সরকারি সাহায্যও আমি পাইনি। কিন্তু পরিবারকে সব সময় পাশে পেয়েছি।’

৩৪ বছর বয়সী আমির হুসেন ২০১৩ সাল থেকে প্যারা ক্রিকেটের সঙ্গে যুক্ত। তিনি কাঁধ ও ঘাড়ের সাহায্যে ব্যাট করেন আর পা দিয়ে বল করেন। আমির জানান, ক্রিকেট খেলার জন্য তিনি সর্বত্র প্রশংসা পেয়েছেন। কঠোর পরিশ্রম করে তিনি ক্রিকেটের সমস্ত স্কিল রপ্ত করেছেন। বর্তমানে তিনি জম্মু ও কাশ্মীরের প্যারা ক্রিকেট দলের অধিনায়ক। সচিন তেন্ডুলকর, আশিস নেহরাও প্রশংসা করেছেন অনন্তনাগের প্যারা ক্রিকেটার আমির হুসেনের। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনাল দেখার জন্য আমিরকে আমন্ত্রণ জানিয়েছিলেন আশিস নেহরা। আমিরকে ক্রিকেট খেলতে দেখলে যে কেউ অনুপ্রাণিত হতে বাধ্য। তাঁর ক্রিকেট খেলার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।