Jasprit Bumrah-Sanjana Ganesan: সঞ্জনার সঙ্গে ‘ফ্লার্ট’ করছেন ভারতীয় টিমের পেসার!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বুমরার স্ত্রী সঞ্জনা গণেশনের (Sanjana Ganesan) এক ইন্সটা পোস্ট। আরও পরিষ্কার করে বললে, সঞ্জনার এক ইন্সটা পোস্টের কমেন্ট সেকশনের ছবি ভাইরাল। যা দেখলে বোঝা যায় ভারতীয় টিমের এক পেসার সঞ্জনার সঙ্গে 'ফ্লার্ট' করছেন।

Jasprit Bumrah-Sanjana Ganesan: সঞ্জনার সঙ্গে 'ফ্লার্ট' করছেন ভারতীয় টিমের পেসার!
Jasprit Bumrah-Sanjana Ganesan: সঞ্জনার সঙ্গে 'ফ্লার্ট' করছেন ভারতীয় টিমের পেসার!
Follow Us:
| Updated on: Oct 16, 2024 | 1:46 PM

কলকাতা: ভারতীয় টিমের অন্যতম জনপ্রিয় পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সারা বিশ্বে তাঁর মতো বোলার বর্তমানে পাওয়া কঠিন। এমনটা বলেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। এখন তিনি ব্যস্ত কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য নিজেকে তৈরি করতে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বুমরার স্ত্রী সঞ্জনা গণেশনের (Sanjana Ganesan) এক ইন্সটা পোস্ট। আরও পরিষ্কার করে বললে, সঞ্জনার এক ইন্সটা পোস্টের কমেন্ট সেকশনের ছবি ভাইরাল। যা দেখলে বোঝা যায় ভারতীয় টিমের এক পেসার সঞ্জনার সঙ্গে ‘ফ্লার্ট’ করছেন।

দিন দুয়েক আগে ইন্সটাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন সঞ্জনা গণেশন। বর্তমানে মরুশহরে রয়েছেন সঞ্জনা। সেখানে চলছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। পেশায় তিনি ক্রীড়া সঞ্চালক। আইসিসির সঞ্চালক টিমের সঙ্গে যুক্ত তিনি। সঞ্জনা মেয়েদের টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচের দিনের একটি ছবি পোস্ট করেছেন ইন্সটায়। সেখানে ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা নিজে কমেন্টে লেখেন, ‘হাই।’ স্ত্রীর সঙ্গে খানিক মজার ছলেই এই কমেন্ট করেন বুমরা।

জনপ্রিয় ক্রীড়া সঞ্চালক সঞ্জনার নজর এড়ায়নি তাঁর স্বামী বুমরার ওই কমেন্ট। তিনি ভারতীয় তারকা পেসার বুমরার কমেন্টের রিপ্লাইয়ে লেখেন, ‘হাই, বন্ধুত্ব করতে চাও?’ সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই রিপ্লাই ও পাল্টা রিপ্লাইয়ের কাণ্ডকারখানা অনেকের নজরে পড়েছে। বুমরা দম্পতির এই খুনসুটি তাঁর অনুরাগীদের বেশ খুশি করেছে।

Bumrah and Sanjana Ganesan engage in Instagram interaction, see checky reply of Indian pacer

জসপ্রীত বুমরা ও সঞ্জনা গণেশনের ইন্সটাগ্রামে কথোপকথনের সেই স্ক্রিনশট।