Jasprit Bumrah: অরেঞ্জ আর্মিকে হারিয়ে নজির, টি-২০-তে ট্রিপল সেঞ্চুরি জসপ্রীত বুমরার

MI, IPL 2025: আইপিএলের (IPL) ১৮তম সংস্করণেও শুরু থেকে খেলতে পারেননি। চোট থেকে ফিরে সেই পুরনো ছন্দে বোলিং করা সহজ নয়। বুমরাও ধীরে ধীরে ছন্দে ফিরছেন। আর তারই পথে নতুন মাইলফলকেও পৌঁছলেন বুমরা। মুম্বইও ছন্দ ফিরে পেয়েছে।

Jasprit Bumrah: অরেঞ্জ আর্মিকে হারিয়ে নজির, টি-২০-তে ট্রিপল সেঞ্চুরি জসপ্রীত বুমরার
টি-টোয়েন্টিতে ট্রিপল সেঞ্চুরি বুমরারImage Credit source: Pankaj Nangia/Getty Images

Apr 24, 2025 | 12:38 PM

বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে চোট পেয়েছিলেন। যার ফলে মাঠের বাইরে দীর্ঘ সময় কাটাতে হয়েছে জসপ্রীত বুমরাকে। এর মাঝে বেশ কিছু সিরিজ মিস করেছেন ভারতের তারকা পেসার। আইপিএলের (IPL) ১৮তম সংস্করণেও শুরু থেকে খেলতে পারেননি। চোট থেকে ফিরে সেই পুরনো ছন্দে বোলিং করা সহজ নয়। বুমরাও ধীরে ধীরে ছন্দে ফিরছেন। আর তারই পথে নতুন মাইলফলকেও পৌঁছলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)।

হায়দরাবাদের মাঠে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। হায়দরাবাদের বিরুদ্ধে ১ উইকেট নেন বুমরা। আর এতেই ট্রিপল সেঞ্চুরি। ভারতীয়দের মধ্যে পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের ক্লাবে জসপ্রীত বুমরা। প্যাট কামিন্সদের বিরুদ্ধে ৪ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন বুমরা। এ বারের আইপিএলে ৫ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন বুমরা। ইকোনমি ৭.৯০।

বুধ-রাতের ম্যাচের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। যেখানে লাসিথ মালিঙ্গার সঙ্গে জসপ্রীত বুমরার এক রেকর্ডের কথা তুলে ধরা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ১৭০টি উইকেট হয়েছে বুমরার। মুম্বই জার্সিতে অতীতে খেলা শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গারও রয়েছে সম পরিমাণ উইকেট।

টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চম ভারতীয় বোলার হিসেবে বুমরা উইকেটে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড গড়লেন। তাঁর আগে এই ফর্ম্যাটে যে ভারতীয় ক্রিকেটার ৩০০-টি উইকেট নিয়েছেন, তাঁরা হলেন – যুজবেন্দ্র চাহাল, পীয়ুষ চাওলা, ভুবনেশ্বর কুমার ও রবিচন্দ্রন অশ্বিন।