
কলকাতা: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) পাবে ভারত? প্রশ্নটা গত কয়েকদিন ধরেই ঘুরছে ভারতীয় ক্রিকেট মহলে। মাঝে জানা গিয়েছিল, তাঁর স্ক্যান করানো হয়েছে। এরপর স্বাভাবিকভাবেই যে প্রশ্ন আসে, তা হল কতটা ফিট বুমরা? এই প্রশ্নের উত্তরের অপেক্ষা আরও বাড়ল। বোর্ডের এক নিকট সূত্র জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার ভবিষ্যৎ কী? তা আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে।
আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড ভালো করেই জানে, জসপ্রীত বুমরা টিম ইন্ডিয়ার অন্যতম সেরা অস্ত্র। তাঁকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামা মানে খানিক পিছিয়েই থাকবে ভারত। এই পরিস্থিতিতে তাই বুমরার জন্য শেষ মিনিট অবধি অপেক্ষা করতে তৈরি বোর্ড। বিসিসিআইয়ের এক নিকট সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘যদি বুমরাকে নিয়ে ১% ও সুযোগ থাকে, তা হলে বিসিসিআই অপেক্ষা করতে রাজি। হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রেও বোর্ড সেটাই করেছিল। প্রসিধ কৃষ্ণাকে বদলি হিসেবে নেওয়ার আগে প্রায় দুই সপ্তাহ অপেক্ষা করেছিল। এ ছাড়া যখন শুভমন গিলের ডেঙ্গি হয়েছিল, সেই সময়ও তাঁর পরিবর্তর খোঁজ করেনি বোর্ড। বুমরার ক্ষেত্রেও বিষয়টা আলাদা হবে না। স্কোয়াড জমা দেওয়ার ডেডলাইনের মধ্যে যদি বুমরা ফিটনেস টেস্টে পাস না করে, তা হলে পরে ইভেন্ট টেকনিক্যাল কমিটির কাছে বুমরার পরিবর্ত প্লেয়ার চাওয়ার কথা ভাবতে পারে বোর্ড।’
জানা গিয়েছে, আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে জসপ্রীত বুমরা বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি শুরু করতে পারেন। যেমন – তিনি জিমে যেতে পারেন, হালকা বোলিংও করতে পারেন। সেখানে বোর্ডের মেডিকেল টিম তাঁকে কাছ থেকে পর্যবেক্ষেণ করবেন। ফলে রিহ্যাব পর্ব শুরু করার পর ফিটনেস টেস্ট একবার পাস করলে বুমরাকে নিয়ে আর চিন্তা থাকবে না টিম ম্যানেজমেন্টের।