Jasprit Bumrah: স্পোর্টসম্যান স্পিরিট ভুলেছেন জসপ্রীত বুমরা? তারকার আচরণে বেজায় চটেছেন ভক্তরা!

IPL 2025: দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন বুমরা। সদ্য চোট সারিয়ে মাঠে ফিরেছেন। সাধারণত তাঁর নাম আলোচনায় থাকে তাঁর ক্ষুরধার বোলিংয়ের জন্য। কিন্তু এ বার মাঠে এক আচরণের জন্য তিনি সমালোচনার মুখে।

Jasprit Bumrah: স্পোর্টসম্যান স্পিরিট ভুলেছেন জসপ্রীত বুমরা? তারকার আচরণে বেজায় চটেছেন ভক্তরা!
স্পোর্টসম্যান স্পিরিট ভুলেছেন জসপ্রীত বুমরা? তারকার আচরণে বেজায় চটেছেন ভক্তরা!Image Credit source: BCCI

Apr 24, 2025 | 3:18 PM

কলকাতা: ক্রিকেট জেন্টলম্যান গেম! বিশ্ব ক্রীড়া মহলে অতি জনপ্রিয় এই প্রবাদ। তবে এই প্রবাদ কি আদৌ সত্যি? কথাটা উঠছে ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) এক আচরণের পর। বুধবার আইপিএলের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পরে এই কথাটার সত্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কেন হঠাৎ আবার এমন প্রশ্ন উঠছে?

দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন বুমরা। সদ্য চোট সারিয়ে মাঠে ফিরেছেন। সাধারণত তাঁর নাম আলোচনায় থাকে তাঁর ক্ষুরধার বোলিংয়ের জন্য। কিন্তু এ বার মাঠে এক আচরণের জন্য তিনি সমালোচনার মুখে। হায়দরাবাদের ঘরের মাঠে খেলতে নেমেছিলেন রোহিতরা। সেই ম্যাচের এক মুহূর্তে বুমরাহার দেওয়া ফুলটস বল গিয়ে সজোরে লাগে স্ট্রাইকে থাকা ব্যাটার অভিনব মনোহরের পেটে। সেই মুহূর্তেই তীব্র ব্যথার কারণে মাটিতে লুটিয়ে পড়েন অভিনব। তখন অভিনবের কাছে না গিয়ে নিজের বোলিং এন্ডে ফিরে যান বুমরা। তাঁর এই আচরণ দেখে অনেকেই হতবাক। জোর সমালোচনা হচ্ছে তাঁকে নিয়ে।

এই ঘটনার আগের মুহূর্তেই বুমরার বলে বড় ছক্কা হাঁকিয়েছিলেন এই কর্নাটকের প্লেয়ার। তবে কি রাগের বসেই এমন আচরণ বুমরার? এইরকম দৃশ্য এই মরসুমেই আগে একবার দেখা গিয়েছিল। তখনও এই ঘটনার কেন্দ্রে ছিলেন বুমরা। দিল্লি বনাম মুম্বই ম্যাচে মাঠের মধ্যেই করুণ নায়ারের সঙ্গে তাঁর ঝামেলা দেখা গিয়েছিল। সেইমতো দৃশ্য আবার দেখা গেল এই ম্যাচে।


এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘দুঃখের সঙ্গে বলছি, বুমরা এই খেলার জন্য নয়। একাধিকবার দেখেছি ওকে। যখন কোনও ক্রিকেটার ওর বিরুদ্ধে বিশেষ করে ছয় মারে, তখন ও সেই ক্রিকেটারের উপর রেগে যান। এর আগে করুণের সঙ্গে এটাই করেছিল। এ বার মনোহর। ফুল টস মারার পর মনোহরকে দেখতেও যায়নি ও। কারণ ও তার আগের বলে ওকে ছয় মেরেছিল।’