Jasprit Bumrah: ভিডিয়ো: বোলিং শুরু জসপ্রীত বুমরার, কেকেআরের বিরুদ্ধেই কি কামব্যাক?

Mar 31, 2025 | 12:21 PM

MI, IPL 2025: ১৮তম আইপিএলে জোড়া ম্যাচ হেরেছে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। আজ, ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে এমআই পল্টন।

Jasprit Bumrah: ভিডিয়ো: বোলিং শুরু জসপ্রীত বুমরার, কেকেআরের বিরুদ্ধেই কি কামব্যাক?
ভিডিয়ো: বোলিং শুরু জসপ্রীত বুমরার, কেকেআরের বিরুদ্ধেই কি কামব্যাক?
Image Credit source: X

Follow Us

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) চাই। এ কথা সে দলের কেউ অস্বীকার করবেন না। অস্বীকার করার কোনও জায়গাও নেই। এ বার সকলের মনে যেটা লাখ টাকার প্রশ্ন, তা হল, কবে ২২ গজে ওয়াপসি হবে বুমরার? এ বার যেন তাঁরই ইঙ্গিত মিলল। বোলিং শুরু করেছেন ভারতীয় তারকা পেসার। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল। যা দেখে বুমরা ও মুম্বই ইন্ডিয়ান্সের অনুরাগীদের মনে প্রশ্ন জাগছে, তা হলে তিনি কি ফিরবেন কেকেআর ম্যাচে?

আজ, সোমবার কেকেআরের বিরুদ্ধে ওয়াংখেড়েতে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে মুম্বই শিবিরের জন্য সুখবর। আসলে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বোলিং শুরু করেছেন জসপ্রীত বুমরা। যা দেখে সকলেই মনে করছেন বুমরার কামব্যাক এ বার আসন্ন। তবে যা পরিস্থিতি তাতে হয়তো বুমরার আর কেকেআর ম্যাচ খেলার সম্ভবনা নেই।

এই খবরটিও পড়ুন

নেটদুনিয়ায় বুমরার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে কালো টি-শার্ট এবং নীল রংয়ের প্যান্ট পরে বুমরা বল করছেন। যেখানে তাঁকে বোলিংয়ের সময় অস্বস্তিতে দেখা যায়নি। নিম্নে দেখুন বুমরার বোলিং শুরু করার সেই ভিডিয়ো —

সেই ভিডিয়োর কমেন্ট সেকশনে এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘বুমরা বসকে ফিরতে দেখে ভালো লাগছে।’

আবার অপর একজনের কমেন্ট, ‘বুমরার উচিত আইপিএলে না খেলা। নিজেকে ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুত করা।’