AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jasprit Bumrah: হাউসফুল ইডেনে ৫ উইকেট নিয়ে সুপারহিট বুমরা, গড়লেন রেকর্ডও

India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। যে সময় দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি জমাটি হতে শুরু করে, ঠিক তখনই আক্রমণ করেন বুমরা। ১০.৩ ওভারে তিনি ফেরান রায়ান রিকলটনকে। তারপর ঝুলিতে ভরেন আরও ৪ উইকেট।

Jasprit Bumrah: হাউসফুল ইডেনে ৫ উইকেট নিয়ে সুপারহিট বুমরা, গড়লেন রেকর্ডও
হাউসফুল ইডেনে ৫ উইকেট নিয়ে সুপারহিট বুমরা, গড়লেন রেকর্ডওImage Credit: PTI
| Updated on: Nov 14, 2025 | 3:56 PM
Share

কলকাতা: বুমরা হ্যায় তো মুমকিন হ্যায়… ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) অনুরাগীদের মুখে মুখে ঘোরে এই কথা। আর মঞ্চ পেলেই তা প্রমাণ করেন বুমরা। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) চলছে ভারত ও দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) প্রথম টেস্ট ম্যাচ। সেখানে ৫ উইকেট নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা বোলার বুমরা। সেই সঙ্গে গড়েছেন এক রেকর্ডও। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

বুমরার ৫ শিকার কারা?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। যে সময় দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি জমাটি হতে শুরু করে, ঠিক তখনই আক্রমণ করেন বুমরা। ১০.৩ ওভারে তিনি ফেরান রায়ান রিকলটনকে। এরপর ১২.১ ওভারে মার্করামের উইকেট ঝুলিতে ভরে নেন। এরপর ৩২.৩ ওভারে টনি ডি জর্জির উইকেট তুলে নেন বুমরা। এরপর প্রোটিয়াদের ইনিংসের শেষটাও তিনিই করেন ৫৫তম ওভারে জোড়া উইকেট নিয়ে। আর বাভুমার দল আটকে যায় ১৫৯ রানে। এটি বুমরার কেরিয়ারের ১৬তম টেস্ট ফাইফার (৫ উইকেট)।

ক্রিকেটের নন্দনকানেন কোন রেকর্ড গড়েছেন বুমরা?

ভারতের মাটিতে ১৭ বছর পর লাল বলের ম্যাচে প্রথম দিন ৫ উইকেট নেওয়ার নজির গড়েছেন জোরে বোলার জসপ্রীত বুমরা। এর আগে শেষ বার ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে প্রথম দিন ৫ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। ২০০৮ সালের ৩ এপ্রিল আমেদাবাদে ভারতের বিরুদ্ধে ২৩ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন স্টেইন।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে বুমরা ১৪ ওভার বল করে ৫টি মেডেন সহ ২৭ রান খরচ করেছেন। তাঁর ইকোনমি ১.৯২। এই ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ইনিংসে বুমরা ছাড়া সিরাজ ও কুলদীপ ২টি করে উইকেট নিয়েছেন এবং ১টি উইকেট অক্ষর প্যাটেলের ঝুলিতে গিয়েছে।