
বিশ্ব ক্রিকেটে এক ডাকে সকলে চেনেন জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। তাঁর মতো বিশ্বমানের পেসার তাবড় তাবড় ব্যাটারদের খাবি খাওয়ান। বর্তমানে তাঁকে আইপিএলের মঞ্চে দেখা যাচ্ছে। দীর্ঘদিন পর চোট সারিয়ে ২২ গজে ফিরেছেন বুম বুম বুমরা। আইপিএলে (IPL) বাবার খেলা দেখতে বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মায়ের সঙ্গে হাজির ছিল ছোট্ট অঙ্গদ। গত বছরের ৪ সেপ্টেম্বর বুমরা ও সঞ্জনার ছেলে অঙ্গদের জন্ম। বুমরা হায়দরাবাদের বিরুদ্ধে উইকেট নিতেই উচ্ছ্বাসে মেতে ওঠে খুদে অঙ্গদ। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
যে মিষ্টি ভিডিয়ো মন ভালো করবে সকলের। হায়দরাবাদের উইকেটকিপার ব্যাটার হেনরিখ ক্লাসেনকে এক অনবদ্য ডেলিভারিতে বোল্ড আউট করেন বুমরা। সেই সময় ক্যামেরা গ্যালারির দিকে ঘুরলে তাতে ধরা পড়েন সঞ্জনা গণেশন। তাঁর কোলে সেই সময় ছিল খুদে অঙ্গদ। সিনিয়র বুমরা উইকেট পেতেই সঞ্জনা খুশিতে ডগমগ হয়ে ওঠেন, ছেলের দু’হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাঁকে। প্রসঙ্গত, হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভার বোলিং করেন বুমরা। ২১ রান খরচ করে নেন ১টি উইকেট। ম্যাচটি মুম্বই জেতে ৪ উইকেটে। এ বারের আইপিএলে এখনও ৩টি ম্যাচ খেলেছেন বুমরা। আরসিবির বিরুদ্ধে কামব্যাক ম্যাচে উইকেট পাননি। পরের ম্যাচে দিল্লির বিরুদ্ধে নেন ১টি উইকেট। আর হায়দরাবাদের বিরুদ্ধেও নিলেন ১টি উইকেট।
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) April 17, 2025
উল্লেখ্য, এর আগে গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর অঙ্গদকে দেখা গিয়েছিল মা সঞ্জনার কোলে। সেই সময় এক ছবি ভাইরাল হয়েছিল। যেখানে এমন অবস্থায় ছিল অঙ্গদের হাত, তা দেখে সকলে বলাবলি করছিলেন পেসার নয়, বড় হয়ে ক্রিকেটার হলে স্পিনার হবে বুমরার ছেলে।