আমিরশাহিতে পিএসএল, সমালোচনায় বিঁধলেন মিয়াঁদাদ
গত সপ্তাহেই পিএসএলের ছ'টা টিমের মালিকরা ভার্চুয়াল মিটিংয়ে বসে ঠিক করেছেন, বাকি ২০টা ম্যাচ আমিরশাহিতে আয়োজন করা যেতে পারে। গতবার আইপিএল হয়েছিল আমিরশাহিতে। নির্দ্বিধায় তা শেষ করা গিয়েছিল, মাথায় রেখেই পিএসএল সেখানে করার ব্যাপারে আগ্রহী পিসিবি।
করাচি: আইপিএলের মতোই করোনার কারণে বন্ধ হয়ে গিয়েছে পাকিস্তান সুপার লিগও। বাকি ২০টা ম্যাচ আমিরশাহিতে আয়োজন করার চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যা শুনে তীব্র সমালোচনা করলেন প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। তাঁর সোজা কথা, এখন মানুষ নিজেকে বাঁচানোর জন্য লড়ছে। সেটাই এখন গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে সেটাতেই ফোকাস করা উচিত।
প্রাক্তন পাক অধিনায়কের কথায়, ‘এখন ক্রিকেট খেলার সময় নয়। এখন বিপন্ন জীবনগুলো বাঁচানোর সময়। এই কঠিন সময়ে সেটাই গুরুত্বপূর্ণ। ক্রিকেট নয়। ভারত, যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা কিছুদিন পর, সেই দেশও করোনায় বিপর্যস্ত, এটা ভুলে গেলে কিন্তু চলবে না।’
আরও পড়ুন:সুশীলের জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে কুস্তির, মানছে সর্বভারতীয় সংস্থা
গত সপ্তাহেই পিএসএলের ছ’টা টিমের মালিকরা ভার্চুয়াল মিটিংয়ে বসে ঠিক করেছেন, বাকি ২০টা ম্যাচ আমিরশাহিতে আয়োজন করা যেতে পারে। গতবার আইপিএল হয়েছিল আমিরশাহিতে। নির্দ্বিধায় তা শেষ করা গিয়েছিল, মাথায় রেখেই পিএসএল সেখানে করার ব্যাপারে আগ্রহী পিসিবি। মিয়াঁদাদ বলছেন, ‘পিসিবিকে বুঝতে হবে, পিএসএল করার এটা সঠিক সময় নয়। আর্থিক লাভের জন্য অসংখ্য মানুষের জীবনকে সঙ্কটের মুখে ফেলে দেওয়ার কোনও মানে হয় না। আমার হাতে যদি বোর্ডের পরিচালন ক্ষমতা থাকত, এই মুহূর্তে কোনও অবস্থায় পিএসএল করতাম না। আগে পরিস্থিতি ঠিক হোক, তার পর ক্রিকেট নিয়ে ভাবা যাবে।’