Joe Root: ১২ বছরের অপেক্ষার অবসান, অজিভূমে প্রথম টেস্ট সেঞ্চুরি জো রুটের
Ashes 2025-2026: এ বারের অ্যাসেজ শুরুর আগে অনেকের মনে প্রশ্ন ছিল জো রুট কি অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করতে পারবেন? পারথ টেস্টে রুট তা পারেননি, তবে ব্রিসবেনে তিনি এলেন, খেললেন আর জয় করলেন!

কলকাতা: এক যুগ ধরে যা করতে পারেননি জো রুট (Joe Root), আজ সেটাই গাব্বায় করে দেখালেন। দীর্ঘ ১২ বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে ১৬টি ম্যাচে ৩০টি ইনিংসে খেলেছেন। ৪টি সফরের অংশ ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন জো রুট। কিন্তু একটিবারের জন্য়ও অজিভূমে অতীতে টেস্টে সেঞ্চুরি করতে পারেননি রুট। দেশ-বিদেশের নানা প্রান্তে রুটের ব্যাট থেকে টেস্টে সেঞ্চুরি এলেও ডনের দেশে এতদিন তা ছিল না। চলতি অ্যাসেজে অবশেষে রুটের ব্যাটে সেঞ্চুরি এসেছে।
গাব্বা টেস্টের প্রথম দিন ২০২ বলে ১৩৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন রুট। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের দু’টো উইকেট পড়ার পর নেমেছিলেন রুট। তৃতীয় উইকেটে জ্যাক ক্রলির সঙ্গে ১১৭ রানের পার্টনারশিপ গড়েন। দিনশেষে জোফ্রা আর্চারের সঙ্গে জুটিতে রুট তুলেছেন ৬১*। উল্লেখ্য, প্রথম দিন রুট অজিদের বিরুদ্ধে মেরেছেন ১৫টি চার ও ১টি ছয়।
Joe Root savours his 40th Test ton in the Gabba Test 🤩👌#WTC27 | #AUSvENG 📝: https://t.co/BNKjBSJuJb pic.twitter.com/udXqJ3b9dB
— ICC (@ICC) December 4, 2025
এ বারের অ্যাসেজ শুরুর আগে অনেকের মনে প্রশ্ন ছিল জো রুট কি অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করতে পারবেন? পারথ টেস্টে রুট তা পারেননি, তবে ব্রিসবেনে তিনি এলেন, খেললেন আর জয় করলেন! দিনশেষে ৭৪ ওভারে ৯ উইকেটে ৩২৫ রান তুলেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে ৬টি উইকেট তুলে নিয়েছেন মিচেল স্টার্ক। ১টি করে উইকেট মাইকেল নাসের ও স্কট বোল্যান্ডের।
🚨 HE’S DONE IT! 🚨
No doubt before. No doubt now.
A true great of the game 🙌 pic.twitter.com/TpZex7RpaL
— England Cricket (@englandcricket) December 4, 2025
প্রসঙ্গত, এই নিয়ে কেরিয়ারের ১৬০তম টেস্ট ম্যাচ খেলছেন ইংল্যান্ডের সুপারস্টার জো রুট। টেস্টে তাঁর সর্বাধিক রান ২৬২। তিনি টেস্টে সেঞ্চুরি করেছেন ৪০টি। আর এই ফর্ম্যাটে রুটের ব্যাটে হাফসেঞ্চুরি আছে ৬৬টি।
