IPL 2025: আইপিএলে আবার ফিরছেন জশ হ্যাজেলউড! বড় আপডেট…
Josh Hazlewood: ভারত-পাক সংঘাতের কারণে একাধিক বিদেশি প্লেয়ার এই মরসুমে আর ভারতে আসতে রাজি ছিলেন না। যা সমস্যায় ফেলে দেয় প্লে-অফের লড়াইয়ে থাকা দলগুলোকে। এই তালিকায় ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নির্ভরযোগ্য প্লেয়ার জশ হ্যাজলউডও।

কলকাতা: ভারতে চলছে বিশ্বের সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। লিগের একদম শেষ পর্যায়ের খেলা চলছে এই মুহূর্তে। টুর্নামেন্টের একাধিক বড় টিম আগেই ছিটকে গিয়েছিল প্লে-অফের দৌড় থেকে। এই মরসুমের সেরা চার দল ইতিমধ্যেই নিজেদের জায়গা করে নিয়েছে প্লে-অফে। গুজরাট,বেঙ্গালুরু,পঞ্জাব এবং মুম্বই এই চার দল এখন লড়ছে লিগ টেবলের এক ও দুই নম্বর স্থানে শেষ করার জন্য। দর্শকরা এই চার দলের মধ্যে ট্রফি জয়ের সম্ভবনা সব থেকে বেশি বলে মনে করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। মরসুমের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে বিরাট কোহলির দল। লিগের প্রথম ম্যাচ থেকেই দলের জেতার মানসিকতা দেখা গিয়েছে। বোলিং, ব্যাটিং থেকে ফিল্ডিং সব বিভাগেই মরসুমের শুরু থেকেই বেশ ভালো পারফরম্যান্স তুলে ধরেছে আরসিবি (RCB)।
ভারত-পাক সংঘাতের কারণে একাধিক বিদেশি প্লেয়ার এই মরসুমে আর ভারতে আসতে রাজি ছিলেন না। যা সমস্যায় ফেলে দেয় প্লে-অফের লড়াইয়ে থাকা দলগুলোকে। এই তালিকায় ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নির্ভরযোগ্য প্লেয়ার জশ হ্যাজলউডও। তবে এখন শোনা যাচ্ছে, হ্যাজলউড এই মরসুমে আবারও ফিরতে পারেন ভারতে। প্লে-অফের ম্যাচগুলিতে তিনি খেলবেন বলে শোনা যাচ্ছে। তবে তিনি কবে ভারতে আসবেন তা এখনও স্পষ্ট নয়। সাময়িক সময়ের জন্য যখন আইপিএল স্থগিত ছিল তার আগে আরসিবির শেষ ম্যাচে কাঁধের চোটের কারণে খেলতে পারেননি হ্যাজলউড। আইপিএল স্থগিত থাকাকালীন অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য প্রস্তুতি সারছিলেন হ্যাজেলউড।
এই মরসুমের শুরুর দিকে দারুণ ছন্দে ছিলেন এই অজি পেসার। ১০ ম্যাচে নিয়েছিলেন ১৮ উইকেট। তাঁকে যদি প্লে-অফের ম্যাচগুলিতে আরসিবি দলে পায়, বোলিং শক্তি আরও বাড়বে। সেই সঙ্গে প্রথম আইপিএল জেতার স্বপ্নও পূরণ হতে পারে।
