বাংলাদেশের কাছে সিরিজ হেরে সংঘাতে জড়ালেন ল্যাঙ্গার
বাংলাদেশ ক্রিকেটারদের সিরিজ জয়ের পরই মেজাজ হারাতে দেখা যায় ম্যাথু ওয়েডদের হেডস্যারকে।
সিডনি: বাংলাদেশের (Bangladesh) কাছে সিরিজ হারের পর ঝামেলায় জড়ালেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। অস্ট্রেলিয়ারই এক ক্রিকেট স্টাফের সঙ্গে সংঘাতে জড়ান অজি কোচ। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের পোস্ট করা ভিডিওয় বিপাকে ল্যাঙ্গার। বাংলাদেশ ক্রিকেটারদের সিরিজ জয়ের পরই মেজাজ হারাতে দেখা যায় ম্যাথু ওয়েডদের হেডস্যারকে।
সম্প্রতি ৫ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে হইচই পড়ে গিয়েছে। সিরিজে ৩-০ এগিয়ে যাওয়ার পরই মেজাজ হারান ল্যাঙ্গার। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক সদস্যের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন অজি কোচ। যা দেখার পর বোর্ডের কাছে অভিযোগ দায়ের করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম ম্যানেজার। টিম হোটেলের সেই ঘটনার সাক্ষী ১২ জন।
এই ঘটনায় প্রকাশ্যে মুখ খুলতে চাননি জাস্টিন ল্যাঙ্গার। ওয়েস্ট ইন্ডিজ সফরেও মাথা গরম করতে দেখা যায় অজি কোচকে। তাঁর অধীনে অস্ট্রেলিয়ার পারফরম্যান্সও আতস কাচের তলায়। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ল্যাঙ্গারের এই ঘটনা মোটেই ভালো ভাবে নিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।