Kapil Dev: সিনিয়রদের ভুলে সামনে তাকাতে হবে ভারতকে, পরামর্শ কপিলের
কপিল সাফ বলছেন, 'নির্বাচকদের এ বার টিমের কিছু বড় প্লেয়ারের ভবিষ্যৎ ঠিক করতে হবে।' কপিলের এই কথার মধ্যে কিন্তু অন্য রকম ইঙ্গিত রয়েছে।
নয়াদিল্লি: বড় নাম ভুলে সামনে তাকাতে হবে ভারতকে। এমনই পরামর্শ কপিল দেবের (Kapil Dev)। শুধু তাই নয়, ১৯৮৩ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেন এও বলে দিচ্ছেন, তরুণ প্রজন্মকে তুলে আনতে হবে এ বার। ভবিষ্যতে যাতে ভারত আবার সাফল্য পায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের (India) পারফরম্যান্স একেবারে তলানিতে। পর পর দুটো ম্যাচ হেরে বিপাকে পড়েছেন বিরাট কোহলিরা। শুধু তাই নয়, সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। শুধু বিরাটরা ভালো খেলবে চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্য টিমগুলোর পারফরম্যান্সের দিকেও।
কপিল সাফ বলছেন, ‘নির্বাচকদের এ বার টিমের কিছু বড় প্লেয়ারের ভবিষ্যৎ ঠিক করতে হবে।’ কপিলের এই কথার মধ্যে কিন্তু অন্য রকম ইঙ্গিত রয়েছে। টিমে কিছু সিনিয়র প্লেয়ার আছেন, যাঁরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করছেন না। তা সত্ত্বেও তাঁরা টিমে থেকে যাচ্ছেন। যার প্রভাব পড়ছে পারফরম্যান্সের উপর। তাঁদের ছেঁটে ফেলার ইঙ্গিতই দিচ্ছেন ওয়ান ডে বিশ্বকাপজয়ী অধিনায়ক।
কপিলের যুক্তি, ‘নির্বাচকদের কিন্তু এ বার ভাবতে হবে, আইপিএলে যে সব তরুণ ক্রিকেটার ভালো পারফর্ম করেছে তাদের সুযোগ দেওয়া উচিত কিনা। আমরা কি ভাবে পরবর্তী প্রজন্মকে তৈরি করব? ওদের টিমে নেওয়ার পরও যদি পারফর্ম না করতে পারে, তাতেও কোনও ক্ষতি নেই। কারণ ওরা অভিজ্ঞতা অর্জন করতে করতে শিখবে। কিন্তু টিমের সিনিয়র কিংবা বড় প্লেয়াররা পারফর্ম করতে না পারে, টিমকে টানতে না পারে, তা হলে কিন্তু তীব্র সমালোচনাই হবে। আর সেই কারণেই বিসিসিআইকে পুরো প্রক্রিয়াটার মধ্যে ঢুকতে হবে। যাতে তরুণ ক্রিকেটাররা আরও বেশি করে টিমে সুযোগ পায়।’
ভারতের সেমিফাইনাল যাত্রা নিয়ে কপিল স্পষ্ট বলে দিচ্ছেন, ‘অন্য টিমের ব্যর্থতার মধ্যে দিয়ে ভারত যদি সেমিফাইনালে পা রাখে, সেটা কিন্তু খুব একটা প্রশংসা পাবে না। যদি বিশ্বকাপ জিততে হয় কিংবা সেমিফাইনালে যেতে হয়, সেটা নিজেদের ক্ষমতায় করতে হবে। অন্য কিছুর উপর নির্ভর করার কোনও মানে হয় না।’