
কলকাতা: এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ২৫ মে। ১০ দলের মধ্যে লড়াই এখনও জারি। প্রথম ৪টে টিম নকআউটে খেলবে। তারপর মিলবে ফাইনালিস্ট। কোন ২টো দল ট্রফি জয়ের শেষ লড়াইয়ে মুখোমুখি হবে তা এখনও নিশ্চিত নয়। এদিকে আবার এ বারের আইপিএলের (IPL) সম্ভাব্য চ্যাম্পিয়ন টিম পাওয়া গিয়েছে। ফাইনালে খেলবে এবং জিতবে যে দল সেই টিমটাকে আজ নয়, পাওয়া গিয়েছে ১৬ এপ্রিল। এমনটা আমরা নই, আইপিএলের ইতিহাস বলছে। তালগোল পাকিয়ে যাচ্ছে? বিষয়টা পরিষ্কার করা যাক।
এমন একজন ক্রিকেটার আইপিএলে খেলছেন, যিনি চ্যাম্পিয়ন টিমের সঙ্গে যুক্ত। এখানেও বিষয়টা পরিষ্কার নয়। এ বার আসা যাক ১৬ এপ্রিলে। আসলে সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ও রাজস্থান। আর সেখানে শূন্যে আউট হয়েছিলেন করুণ। এ বার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তা হলে এ মরসুমে আইপিএল চ্যাম্পিয়ন কি হবেন দিল্লি? না আইপিএলের ইতিহাস তা বলছে না।
করুণ নায়ার শূন্যে আউট হওয়া মানে আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাস বলছে, যে মরসুমে করুণ নায়ার শূন্যে আউট হয়েছেন, সে বারই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ২০১৩-তে শুরু হয়েছিল, এরপর ২০১৭ ও ২০২০ সালের আইপিএলেও করুণ নায়ার একটি করে ইনিংয়ে শূন্যে আউট হয়েছিলেন। আর সেই মরসুম গুলোতে আইপিএল ট্রফি জিতেছিল মুম্বই। বিষয়টি হতেই পারে কাকতালীয়, তারপরও ক্রিকেট মহলে একটা গুঞ্জন চলছে যে, এ বারও হয়তো মুম্বই শিবিরেই যাবে আইপিএল ট্রফি।