AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India A vs England Lions: জ্বলল না যশস্বীর ব্যাট, ‘দ্বিতীয়’ সুযোগে ভারতকে স্বস্তি দিলেন করুন নায়ার

ইংল্যান্ডের মাটিতে এই প্রথমবার খেলছেন দেশের তরুণ ওপেনার যশস্বী। তাতে অবশ্য তরুণ ক্রিকেটারের ব্যাট চলেনি। অন্যদিকে ৫ টেস্টের সিরিজের আগে ভারতীয় শিবিরকে স্বস্তি দিয়েছেন ‘দ্বিতীয়’ সুযোগ পাওয়া ক্রিকেটার করুন নায়ার।

India A vs England Lions: জ্বলল না যশস্বীর ব্যাট, 'দ্বিতীয়' সুযোগে ভারতকে স্বস্তি দিলেন করুন নায়ার
জ্বলল না যশস্বীর ব্যাট, 'দ্বিতীয়' সুযোগে ভারতকে স্বস্তি দিলেন করুন নায়ারImage Credit: X
| Updated on: May 30, 2025 | 7:41 PM
Share

কলকাতা: ভারতের সিনিয়র টিম ইংল্যান্ড সফরে যাওয়ার আগে সেখানে আনঅফিসিয়াল টেস্ট খেলছে ভারত এ টিম। আর সেখানেই দেশের জার্সিতে দেখা যাচ্ছে যশস্বী জয়সওয়াল, করুন নায়ারদের। ইংল্যান্ডের মাটিতে এই প্রথমবার খেলছেন দেশের তরুণ ওপেনার যশস্বী। তাতে অবশ্য তরুণ ক্রিকেটারের ব্যাট চলেনি। অন্যদিকে ৫ টেস্টের সিরিজের আগে ভারতীয় শিবিরকে স্বস্তি দিয়েছেন ‘দ্বিতীয়’ সুযোগ পাওয়া ক্রিকেটার করুন নায়ার। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলার সুযোগ পেতেই হাফসেঞ্চুরি করেছেন করুন। ফলে স্বাভাবিকভাবেই খানিক হলেও ভারতীয় টিমকে স্বস্তি দিলেন এই তারকা ক্রিকেটার।

সেই ২০২২ সালের ১০ ডিসেম্বর একখানা টুইট করেছিলেন করুন নায়ার। যেখানে লিখেছিলেন, ‘প্রিয় ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও।’ কর্নাটক রাজ্য দলে সুযোগ পাচ্ছিলেন না। একটা সময় পর বিদর্ভের হয়ে খেলার সুযোগ পান। এরপর ঘরোয়া ক্রিকেটে নিজেকে দুর্দান্ত প্রমাণ করেন। ২০২২ সালের পর এই মরসুমেই আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন করুন। এ বার ৮ বছর পর টেস্ট টিমেও ফিরেছেন। যার ফলে নিজেকে প্রমাণ করার একটা বিশেষ তাগিদ রয়েছে করুনের মধ্যে। 

উল্লেখ্য, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম আনঅফিসিয়াল টেস্টে টস জিতে ভারত-এ টিমকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড ক্যাপ্টেন জেমস রিউ। ভারতের ওপেনিং জুটি দাগ কাটতে পারেনি। ৫৫ বলে ২৪ রান করেন যশস্বী। আর ভারত-এ টিমের ক্যাপ্টেন অভিমন্যু জয়সওয়াল ১৭ বলে ৮ রান করেন। অন্যদিকে ৮৫ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন করুন।