কেকেআরের নেটে নেমে পড়লেন করুণ নায়ার

ঘটনা হল, আইপিএলে (IPL) কখনওই দারুণ সফল নন করুণ নায়ার (Karun Nair)। গত দু'বছরে বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগে সব মিলিয়ে ৫টা ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে গতবার কিংস ইলেভেন পঞ্জাবের (KXIP) হয়ে চারটে। সর্বোচ্চ ছিল নট আউট ১৫। তার পর আর তিনি জায়গা পাননি টিমে। সেই করুণ কি এ বার জায়গা করে নিতে পারবেন কেকেআর (KKR) টিমে

কেকেআরের নেটে নেমে পড়লেন করুণ নায়ার
নাইটদের অনুশীলনে করুণ নায়ার। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Mar 30, 2021 | 5:40 PM

মুম্বই: বীরেন্দ্র শেওয়াগের পর তিনিই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান, যিনি টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। তার পরও কেরিয়ার যতটা মসৃণ হওয়া উচিত ছিল, তা হয়নি। সেই করুণ নায়ারই কলকাতা নাইট রাইেডার্সের জার্সিতে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। মুম্বইয়ে নাইটদের শিবিরে যোগ দিয়েছেন আগেই। মঙ্গলবার থেকে নেমেও পড়েছেন নেটে। সেই ছবি পোস্ট করে কর্নাটকের ব্যাটসম্যান টুইটারে লিখেছেন, ‘দীর্ঘদিন পর আবার নেটে ফিরতে পেরে ভালো লাগছে। আইপিএলের দিকে তাকিয়ে নিজেকে তৈরি করছি। আবার শুরু হয়ে যাক ভাবনাটা— করব, লড়ব, জিতব!’

আরও পড়ুন: ক্যাডি না ফুটবল কোচ হবেন মারে

ঘটনা হল, আইপিএলে (IPL) কখনওই দারুণ সফল নন করুণ নায়ার (Karun Nair)। গত দু’বছরে বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগে সব মিলিয়ে ৫টা ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে গতবার কিংস ইলেভেন পঞ্জাবের (KXIP) হয়ে চারটে। সর্বোচ্চ ছিল নট আউট ১৫। তার পর আর তিনি জায়গা পাননি টিমে। সেই করুণ কি এ বার জায়গা করে নিতে পারবেন কেকেআর (KKR) টিমে? ৫০ লক্ষ টাকায় তাঁকে নিলাম থেকে কিনেছে নাইট ম্যানেজমেন্ট। কিন্তু যা পরিস্থিতি, বেগুনি জার্সির ওপেনার হিসেবে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব একটা জোরাল নয়। তার কারণই হল, কোচ ব্রেন্ডন ম্যাকালাম ও দীনেশ কার্তিকের টিম ম্যানেজমেন্ট ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দুই ওপেনার কে হবেন কিংবা ব্যাটিং অর্ডার কী হবে, তা সাজান। ফলে, প্রথম টিমে ৩০ বছরের ক্রিকেটেরের জায়গা পাওয়াই খুব মুশকিল। করুণ অবশ্য নতুন করে শুরু করতে চাইছেন নিজের আইপিএল কেরিয়ার।

১১ এপ্রিল আইপিএলে প্রথম ম্যাচ কেকেআরের। ভারতীয় টিম থেকে সরাসরি কেকেআরে যোগ দিয়েছেন শুভমন গিল, প্রসিধ কৃষ্ণারা। ইংল্যান্ডের ক্যাপ্টেন ইওন মর্গ্যানও যোগ দিয়েছেন টিমের সঙ্গে। যদিও ফিল্ডিং করতে গিয়ে হাতের তালুতে চোট পাওয়ায় ভারতের বিরুদ্ধে শেষ দুটো ওয়ান ম্যাচে খেলেননি তিনি। কিন্তু যা পরিস্থিতি, তাতে তাঁকে আইপিএলে পেতে অসুবিধা হবে না কেকেআরের।